এখন পড়ছেন
হোম > জাতীয় > আজই বড়োসড়ো প্রাপ্তিযোগ ঘটতে পারে বাংলার। জেনে নিন কে কে যেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়?

আজই বড়োসড়ো প্রাপ্তিযোগ ঘটতে পারে বাংলার। জেনে নিন কে কে যেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮ জন বিজেপি সাংসদ হয়েছিলেন, কিন্তু সেভাবে বাংলাকে কোন গুরুত্ব দেয়া হয়নি বলে, অভিযোগ উঠেছে। কারণ, কোন বাঙালি সাংসদকে পূর্ণমন্ত্রী করা হয়নি, তবে প্রতিমন্ত্রী করা হয়েছে বিজেপি সংসদ বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে। কিন্তু এবার বাংলা থেকে বেশকিছু সাংসদের মন্ত্রী হবার সম্ভাবনা রয়েছে। যাদের মধ্যে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর, সৌমিত্র খাঁ, অর্জুন সিং, নিশীথ প্রামানিক প্রমুখরা।

আজই তাঁরা স্থান পেতে পারেন মন্ত্রিসভায়, এমন একটা সম্ভাবনা রয়েছে। আজ এ বিষয়ে মন্ত্রিসভার বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখরা। মন্ত্রিত্ব লাভের সম্ভাবনা রয়েছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এ বছরই রাজ্য সভাপতির কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। তাই এবার তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে আনার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে আসতে পারেন কোন মহিলা নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কেবিনেট আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। লোকসভা নির্বাচনে সাফল্য পেয়েছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে তাঁর সাফল্য আসেনি, তবে তাঁর কাজে যথেষ্ট সন্তুষ্ট দলের শীর্ষ নেতৃত্ব। মানুষের পাশে যেভাবে তিনি দাঁড়ান, তাতে তাঁর ওপরে সন্তুষ্ট দল। এ কারণে তাঁকে বড় দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। আবার, মতুয়া সম্প্রদায়কে খুশি করতে শান্তনু ঠাকুরকে মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে।

তেমনি কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক আসতে পারেন মন্ত্রিসভায়। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে। আবার বাবুল সুপ্রিয়কে করা হতে পারে পূর্ণমন্ত্রী। আজ এই বিষয় নিয়ে হতে চলেছে মন্ত্রিসভার বৈঠক।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে পরাজয়ের কারনে বাংলার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে চাইছে বিজেপি। আবার দলের গোষ্ঠীদ্বন্দ্বকে রোধ করতেও বেশ কিছু বিজেপি নেতা-নেত্রীদের কেবিনেটে আনার সম্ভাবনা রয়েছে। এদিকে শিবসেনা, আকালি দলের মন্ত্রিসভা ছেড়ে দেবার কারণে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কিছু আসন ফাঁকা রয়েছে। সেই সমস্ত আসনে কিছু বাঙালিকে আনার সম্ভাবনা রয়েছে। আবার করোনা সংক্রমনের কারণে দীর্ঘদিন ধরে মন্ত্রিসভার রদবদল বা সম্প্রসারণ সম্ভব হয়নি। সম্প্রতি সংক্রমনের মাত্রা কমে যাওয়ায় এর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!