এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বড় ধ্বস কংগ্রেসে! একযোগে ৫ হাজার নেতা কর্মী যোগ দিলেন বিজেপিতে! সৌজন্যে প্রাক্তন এক কংগ্রেসি

বড় ধ্বস কংগ্রেসে! একযোগে ৫ হাজার নেতা কর্মী যোগ দিলেন বিজেপিতে! সৌজন্যে প্রাক্তন এক কংগ্রেসি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মধ্যপ্রদেশে কমল নাথ মন্ত্রীসভার পতনের পর থেকেই কংগ্রেস সেখানে রীতিমতো কোণঠাসা। বর্তমানে কংগ্রেস শিবির থেকে একের পর এক নেতা কর্মীরা এসে যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। রাজনৈতিক মহলের একাংশের মতে, মধ্যপ্রদেশের কংগ্রেস শিবির ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সম্প্রতি মধ্যপ্রদেশের সব থেকে বিখ্যাত জায়গা গোয়ালিয়ার থেকে বিজেপিতে যোগ দিলেন একঝাঁক কংগ্রেসকর্মী। সংখ্যাটা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি বলে জানা গেছে। যা দেখে বলাই যায়, কংগ্রেস শিবিরে রীতিমতো ধ্বস নেমেছে।

শনিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ অন্যান্য বরিষ্ঠ বিজেপি নেতাদের উপস্থিতিতে এই দলবদলের অনুষ্ঠান হয়। এবং এই দলবদলের অনুষ্ঠান থেকেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সরাসরি কংগ্রেসকে বিদ্ধ করেন। তিনি জানান, মধ্যপ্রদেশে কংগ্রেস মাত্র 15 মাস ক্ষমতায় ছিল। কিন্তু সেই 15 মাসের মধ্যে কংগ্রেস রাজ্যে জনতার স্বার্থে কোনো কাজ করেনি বরং দুর্নীতি চালিয়েছে পুরোদমে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দাবি করেন, মধ্যপ্রদেশের কংগ্রেস শিবিরে আদতে দুজন মুখ্যমন্ত্রী ছিলেন।

প্রথমজন কমলনাথ যিনি সামনে থাকতেন এবং দ্বিতীয় জন পিছনে থাকা দ্বিগ্বিজয় সিং। এরপর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁর পারিবারিক ইতিহাস তুলে ধরেন। রাজনৈতিক ক্ষেত্রে তাঁর পরিবার যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এতদিন সে কথা বলেন তিনি এবং সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিজয়রাজে সিন্ধিয়া থেকে শুরু করে মাধবরাও সিন্ধিয়ার কথা বলেন। বর্তমান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শাসনকার্যকে মাথায় রেখে তিনি ভূয়সী প্রশংসা করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত মধ্যপ্রদেশের সাতাশটি বিধানসভায় উপ নির্বাচন হওয়ার কথা আগামী দিনে। যার মধ্যে বেশিরভাগই গোয়ালিয়রের আসন। অন্যদিকে গোয়ালিয়রেও আগামী দিনে উপনির্বাচন হতে চলেছে। 2018 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে গোয়ালিয়র বিধানসভায় প্রদ্যুম্ন সিং তোমার নির্বাচনে জিতেছিলেন। এবছর অবশ্য তিনি দল পাল্টেছেন। তাই এবার বিজেপির টিকিটে তিনি এই আসনে উপনির্বাচনে লড়বেন বলে জানা গেছে। মনে করা হচ্ছে, সবদিক নজরে দেখে বিজেপি এবার তোড়জোড় শুরু করে দিল।

তবে বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রদেশে কংগ্রেসের ভাঙন যেভাবে অব্যাহত রয়েছে, তা গেরুয়া শিবিরকে বিশেষ সুবিধা দিচ্ছে। অন্যদিকে কংগ্রেস শিবিরকে যদি আবার ঘুরে দাঁড়াতে হয় মধ্যপ্রদেশে, তাহলে অবশ্যই তাঁদের সাংগঠনিক জোর বাড়াতে হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। মধ্যপ্রদেশে যে ব্যাপক দলবদল হল, তা নিয়ে অবশ্য কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে মনে করা হচ্ছে, মধ্যপ্রদেশের উপনির্বাচনের ক্ষেত্রে আত্মবিশ্বাসের দিক থেকে বিজেপি কিছুটা এগিয়ে গিয়ে শুরু করতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!