এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড় খবর! কবের করোনা অতিমারীকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে স্পষ্ট করে জানিয়ে দিলেন WHO প্রধান

বড় খবর! কবের করোনা অতিমারীকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে স্পষ্ট করে জানিয়ে দিলেন WHO প্রধান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সংক্রমণের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। প্রতিষেধক ছাড়া যে বাঁচার উপায় নেই সে কথা এতদিন স্পষ্ট। যদিও বিশ্বের অধিকাংশ দেশে করোনার প্রতিষেধক বানানোর বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি দেশ বেশ কয়েকধাপ এগিয়ে গেছে বলেও জানা যাচ্ছে। রাশিয়া এই মুহুর্তে প্রতিষেধক সংক্রান্ত শত বিতর্ককে একপাশে সরিয়ে জানিয়ে দিয়েছে যে তাঁরা করোনার প্রতিষেধক আবিষ্কারে প্রথম স্থানাধিকারী।

যদিও রাশিয়ার আবিষ্কৃত প্রতিষেধক বিশ্ববাজারে কবে এসে পৌঁছাবে, সে সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই কারোর। আর এই অবস্থায় মানুষের মনকে কিছুটা স্বস্তি দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস গেব্রেসাস। এদিন তিনি জেনেভায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, করোনা পরিস্থিতি কবে নাগাদ নিয়ন্ত্রণে আসতে পারে। তাঁর মতে, আগামী দু’বছরেরও কম সময়ে এই করোনা দূর হবে পৃথিবী থেকে। আর সে ব্যাপারে তিনি উদাহরণ টেনেছেন 100 বছর আগের ঘটা আরেক বিশ্ব মহামারী স্প্যানিশ ফ্লু এর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, স্প্যানিশ ফ্লু করোনার মত এতটা ভয়ঙ্কর হতে পারেনি কারণ তখন পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিলনা। তবে বর্তমানে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির ফলে করোনাও ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। ঠিক সেভাবেই কিন্তু পৃথিবীজুড়ে চিকিৎসা ব্যবস্থারও ব্যাপক উন্নতি ঘটেছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস গেব্রেসাস জানিয়েছেন, উন্নত প্রযুক্তি এবং বিজ্ঞানের সাহায্যে করোনা পরিস্থিতি খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে।

তবে এই মুহূর্তে বিশ্বের দু একটি দেশ করোনার প্রকোপ অনেকটাই কাটিয়ে উঠেছে বলে জানা গেছে। এক্ষেত্রে শুধুমাত্র চূড়ান্ত সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই কাজ হয়েছে বলে দাবী বিশেষজ্ঞদের। তবে বিশ্বের বড় বড় দেশ গুলি এই মুহূর্তে করোনার ভ্যাকসিন আবিষ্কার নিয়ে রীতিমতো উঠে-পড়ে লেগেছে বলে জানা যাচ্ছে। আর তার ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান যে আশ্বাসবাণী দিয়েছেন, তাতে করে বিশ্ববাসী কিছুটা আশার আলো দেখছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!