শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে আসরে বিশাল পুলিশ বাহিনী, নামলো র্যাফ বিশেষ খবর রাজ্য December 4, 2017 পঞ্চায়েত ভোটের আগে সুন্দরবন এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত শাসকদল তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি এতটাই আয়ত্তের বাইরে চলে গেছে যে তা সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ টহলদারি চালাতে বাধ্য হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শাসকদলের অঞ্চল সভাপতি ওমর ফারুক হালদার ও প্রাক্তন সভাপতি আব্দুস সালাম শাহের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। কিন্তু দুদিন আগে সেখানে শোভন চট্টোপাধ্যায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা ছিল। সেই উপলক্ষে স্থানীয় মাদারপাড়া পোলের কাছে আলাদা করে জড়ো হচ্ছিল দুই গোষ্ঠীর লোকজন। এমন সময় শুরু হয় তীব্র মারপিট। সংঘর্ষে সভাপতি ওমর ফারুক হালদার সহ দু পক্ষের মোট ৩ জন আহত হন বলে খবর। ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এলাকায় প্রতিনিয়ত বোমাবাজি এবং অস্ত্র নিয়ে মারপিট চলে দুই গোষ্ঠীর মধ্যে। গত কয়েক মাসে শাসকদলের ওই দুই গোষ্ঠীর আহতের সংখ্যা কয়েকজন মহিলা সহ ৫০ পেরিয়ে গিয়েছে। ঐদিনের ঘটনায় দুপক্ষই একে অপরকে দোষারোপ জারি রেখেছে। ঘটনায় দৃশ্যতই বিব্রত শাসকদলের স্থানীয় নেতৃত্ত্ব। স্থানীয় তৃণমূল নেতৃত্ত্বের বক্তব্য, এ ভাবে চলতে দেওয়া যাবে না। সামনে পঞ্চায়েত ভোট, দল ঘটনার তদন্ত করবে। যার দোষ পাওয়া যাবে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রেও জানা যাচ্ছে, এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে – এই ঘটনায় পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। আপনার মতামত জানান -