এখন পড়ছেন
হোম > রাজ্য > কংগ্রেসের কর্মী-সমর্থকদের মনোবল জোগাতে এখন ভরসা বিরোধী নেত্রী মমতা

কংগ্রেসের কর্মী-সমর্থকদের মনোবল জোগাতে এখন ভরসা বিরোধী নেত্রী মমতা


সামনেই পঞ্চায়েত ভোট আর সেই ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছেন সব দল।কংগ্রেসের সাংগঠনিক হল ভালো নোই মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টান্ত করা করলেন কংগ্রেসনেতা। পঞ্চায়েত ভোট নিয়ে ব্যাতিক্রম নয় কংগ্রেসও।রাজ্যে এখন প্রধান দুই দল, শাসক তৃণমূল আর ক্রমশ মুখ হয়ে ওঠা বিজেপি। কংগ্রেস আর সিপিএমের অবস্থা যে খারাপ সে আর বলার অপেক্ষা রাখে না। কংগ্রেসের সংগঠন যে ক্রমশ খিন হচ্ছে তা স্বীকার করে নিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আলবিরুনী জুলকারনাইন। শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকে এসেছিলেন তিনি। উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর মালাকার।তিনি বলেন, ‘‘কর্মী-সমর্থকদের বলেছি মনোবল হারানোক কোনও বিষয়ই নয়। মমতারও (বন্দ্যোপাধ্যায়) এক সময়ে ১ জন সাংসদ ছিল এখন ৩৫ জন। একসময়ে মমতা-র (বন্দ্যোপাধ্যায়) সঙ্গে ছিল মাত্র ৩৪ জন বিধায়ক। এখন দু’শোর বেশি। লড়াই চালিয়ে গেলেই কাজ হবে। হতাশার কোনও জায়গা নেই।’’আসন্ন পঞ্চায়েত ভোটের কর্মী-সমর্থকদের মনোবল জোগাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মানসিকতার দৃষ্টান্ত তুলে ধরছেন তাতে কতটা অনুপ্রাণিত কংগ্রেসকর্মীরা তা এখন চিন্তার বিষয়।অবশ্য এই নিয়ে তৃণমূলককর্মী সমর্থক বেজায় খুশি,তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!