এখন পড়ছেন
হোম > অন্যান্য > জাতীয় দলে সুযোগ পেয়ে কি বলছেন KKR-এর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী? জানুন বিস্তারে

জাতীয় দলে সুযোগ পেয়ে কি বলছেন KKR-এর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইপিএলে কেকেআরের হয়ে যে সমস্ত যোদ্ধারা লড়াই করে চলেছেন তাদের মধ্য থেকে বরুণ চক্রবর্তী অন্যতম। গত ম্যাচে কেকেআর জিততে না পারলেও বরুণ চক্রবর্তী যে নিজের সর্বশেষ শক্তি দিয়ে চেষ্টা করে চলেছেন তা চোখে পড়েছে অনেক সমালোচকেরই। সেই সঙ্গে তার আগের ম্যাচেও দলকে জেতানোর পেছনে যে বরুণ চক্রবর্তীর বড় ভূমিকা ছিল, সে কথা আলাদা করে বলে দিতে হয়না।

আর ভালো কাজের যে সুফল পাওয়া যায় সে কথাই প্রমাণ হয়ে গেল আরো একবার। একসময় যেখানে ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন, সেখানে আইপিএলের দুর্দান্ত পারফরম্যান্স করার পর, সম্প্রতি জাতীয় দলে খেলার ডাক পেলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, আইপিএলের পরেই দুবাই থেকে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

যার ফলে আইপিএলের পর কোহলির টিম যে এরপর থেমে থাকবে না, সে কথা জানা গিয়েছিল আগেই। তবে যদিও সেই সময় জাতীয় টিমে কারা কারা থাকছেন সে কথা জানানো হয়নি। তবে সম্প্রতি প্রকাশিত সেই তালিকা যোগ হয়েছেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তীর নাম। বস্তুত, জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা এই বরুণ চক্রবর্তী যে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সঙ্গী হচ্ছেন, সেই কথা জানতে পেরে তিনি যে বেশ উচ্ছ্বসিত তাই প্রমাণ পাওয়া গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তাঁর কথায় এই প্রাপ্তির পর তিনি যে কি বলবেন সে কথা তিনি জানেন না বলেই জানিয়েছেন। অন্যদিকে তিনি যে ভারতীয় দলে ডাক পাবেন সেই প্রত্যাশায় তিনি করেননি বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে খেলা শেষ হওয়ার পরে তিনি যখন জানতে পারেন যে তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন, সেই সুযোগটা তার কাছে একটি বিরাট ব্যাপার।

কারণ কেকেআরের হয়ে খেলাই তাঁর কাছে লক্ষ্য ছিল। তার কেকেআর যাতে আইপিএলে জয় লাভ করে সে দিকেই নজর দিয়েছিলেন তিনি। তবে সেই সঙ্গে জাতীয় দলে যে তিনি ভালো পারফর্মেন্স করার সুযোগ পাবেন সেই আশাও তিনি রেখেছেন এবং নির্বাচকদের তাঁর উপরে বিশ্বাস রাখার জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বস্তুত, এদিন কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে কলকাতাকে হারাতে হয়েছিল। তবে খেলা চলাকালীন দল নির্বাচনের ব্যাপারে তিনি কিছুই জানতে পারেননি বলে জানান তিনি। আর খেলা শেষ হওয়ার পরেই অস্ট্রেলিয়া সফরের নির্বাচকদের তাঁকে বেছে নেবার খবরটি তাঁকে যৎপরনাই খুশি করেছে বলে জানা গেছে। তবে আইপিএলের তাঁর স্পিন বলের রহস্য ভেদ করা না গেলেও, অস্ট্রেলিয়াতেও সেই একই রহস্য দেখা যায় নাকি সেই রহস্য ভেদ করতে সক্ষম হওয়া যায়, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!