এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভবানীপুরে কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেবে কংগ্রেস? কি বলছে দলের শীর্ষ নেতৃত্ব? আসুন জেনে নিন

ভবানীপুরে কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেবে কংগ্রেস? কি বলছে দলের শীর্ষ নেতৃত্ব? আসুন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিপূর্বে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন যে, ভবানীপুরে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে ইচ্ছুক নন তিনি। তবে তিনি এটাও জানিয়েছিলেন যে, এটি হলো তাঁর একান্ত ব্যক্তিগত মতামত। বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে ভবানীপুরে যুব কংগ্রেস সভাপতি সাদাব খানকে প্রার্থী করা হয়েছিল। উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এবার এ বিষয়ে বক্তব্য রাখলেন শীর্ষ কংগ্রেস নেতা সলমন খুরশিদ।

আগামী ৩০ সে সেপ্টেম্বর ভবানীপুরে হতে চলেছে উপনির্বাচন। ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের উপনির্বাচনের কথা কলকাতায় এসে জানতে পেরেছেন সলমন খুরশিদ। এ প্রসঙ্গে তিনি জানান, ভবানীপুরে সদ্য উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। তাই এ বিষয়ে দলের ভাবনা কি? এখনই তা তাঁর পক্ষে বলা সম্ভব নয়। ইতিপূর্বে এই আসনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ প্রসঙ্গে সলমন খুরশিদ জানালেন, প্রদেশ কংগ্রেস সভাপতির ইচ্ছার কথা অবশ্যই শোনা হবে দলের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে আলোচনাও চলবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব ও তাঁদের সভানেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, উপনির্বাচনের দিন ঘোষণা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানান, উপ নির্বাচন যথাসময়ে করা হোক, এটা তাঁরা আগেই চেয়েছিলেন। সেদিক থেকে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা অবশ্যই সঠিক সিদ্ধান্ত। তিনি মনে করছেন, নির্বাচন যত তাড়াতাড়ি হয়ে যায়, ততোই ভালো। সংবিধানে যে নিয়ম আছে তা অনুসরণ করা প্রয়োজন। সেটাই গণতন্ত্রের পক্ষে যথেষ্ট।

অন্যদিকে বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। এবার কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন তিনি? এই প্রশ্নের উত্তরে তিনি জানালেন যে, যদি সুযোগ পান, তবে অবশ্যই তিনি নির্বাচনে লড়াই করবেন। কারণ লড়াইটা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয়। তৃণমূলের একজন প্রার্থীর বিরুদ্ধে বিজেপির একজন প্রার্থীর লড়াই। দল যদি চায় তাহলে আবার ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে তিনি প্রস্তুত আছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!