এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নৈহাটিতেই গোহারা হারবেন পার্থ! বিজেপিতে যোগ দিয়েই অর্জুনের চ্যালেঞ্জ, উজ্জীবিত পদ্ম শিবির!

নৈহাটিতেই গোহারা হারবেন পার্থ! বিজেপিতে যোগ দিয়েই অর্জুনের চ্যালেঞ্জ, উজ্জীবিত পদ্ম শিবির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নৈহাটিতে লড়াই বেশ জমে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ ভৌমিকককে ভালো প্রার্থী বলে সম্বোধন করেছেন। তবে এই ভালো প্রার্থী দিয়ে কি তার মুখ রক্ষা হবে? গতবারেও ব্যারাকপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে পারেনি। অর্জুন সিংহ বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। এবারে অর্জুন সিংহ তৃণমূল কংগ্রেসের ফিরে এলেও, তাকে টিকিট দেওয়া হয়নি। তারপর আবার তিনি তার পুরোনো দল ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছেন। যতদূর মনে করা হচ্ছে যে, এখানে তৃণমূলের জামানত জব্দ করার জন্য বিজেপির তরফে আবার টিকিট দেওয়া হতে পারে অর্জুন সিংহকে। কিন্তু টিকিট দেওয়া হোক বা না হোক, অর্জুন সিংহ বিজেপিতে যুক্ত হওয়ার পর পার্থ ভৌমিকের উদ্দেশ্যে যে কথা বললেন, তারপর কিন্তু মাথায় হাত পড়েছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে ব্যাপক উজ্জীবিত ভারতীয় জনতা পার্টি। মুখে পার্থ ভৌমিক যতই ভালো ভালো কথা বলুন না কেন, যতই তাকে দল প্রার্থী করে এই ব্যারাকপুর আসন জেতার স্বপ্ন দেখুক না কেন, বাস্তবটা কিন্তু একেবারেই ভিন্ন। অর্জুন সিংহের বক্তব্যের পর ক্রমশ আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে তৃণমূলের মধ্যে। কিন্তু কি বলেছেন অর্জুনবাবু?

প্রসঙ্গত, পার্থ ভৌমিক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেও, তিনি এখনও পর্যন্ত নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। স্বাভাবিকভাবেই সেই নৈহাটি এই লোকসভারই অন্তর্গত। তবে ব্যারাকপুর লোকসভায় জেতা তো দূরের কথা, যে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, সেখানেই তাকে হারানো হবে বলে চ্যালেঞ্জ করলেন অর্জুন সিংহ। অনেকে বলছেন, অর্জুনবাবু এমন একজন নেতা, যিনি মানুষের কাছের বলেই পরিচিত। তাকে এই ব্যারাকপুর এলাকার প্রত্যেকটি মানুষ চেনে। কিন্তু এবার তৃণমূল সেই অর্জুন সিংহকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও শেষ মুহূর্তে তাকে টিকিট দেয়নি। যার ফলে তিনি মান অভিমান করে আবার বিজেপিতে যুক্ত হয়ে রাজনৈতিক বদলা নেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন। গতবারের থেকেও এবার কিন্তু তৃণমূলের প্রতি তার রাগের পরিমাণ দ্বিগুণ। যে করেই হোক, তার কাছে এটা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ, পার্থ ভৌমিককে পরাজিত করা। তাই অর্জুন সিংহ যখন প্রকাশ্যে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তখন বুঝে নিতে হবে যে, তিনি সমস্ত ব্লু প্রিন্ট তৈরি করেই ময়দানে নেমেছেন।

পর্যবেক্ষকদের মতে, পার্থ ভৌমিক নিজের এলাকায় খুব একটা মানুষের কাছে পৌঁছতে পারেননি। সেদিক থেকে পুরনো চাল ভাতে বাড়ে বলে বাংলায় একটা কথা আছে। তাই এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই অর্জুন সিংহকে দেখছেন। বিগত পাঁচ বছর ধরেও তিনি সাংসদ থেকেছেন। মাঝে ভুল করে যে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, আবার বিজেপিতে গিয়ে তিনি সেটা স্বীকার করে নিয়েছেন। তাই একদিকে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের অত্যাচার, সন্দেশ খালির মত ঘটনা, দুর্নীতি, সবকিছু নিয়ে মানুষ এমনিতেই তৃণমূলের ওপর বিরক্ত। তার মধ্যে ব্যারাকপুরের মত জায়গায় পার্থ ভৌমিকের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিলেন অর্জুন সিং। গোটা লোকসভায় জেতা তো পরের কথা, পার্থ ভৌমিক যে বিধানসভার বিধায়ক, সেই নৈহাটিতেই তিনি জিততে পারবেন তো? অর্জুনবাবু যে চ্যালেঞ্জ করলেন, তার পাল্টা চ্যালেঞ্জ একসেপ্ট করার মত ক্ষমতা পার্থবাবুর রয়েছে তো? দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!