এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার থেকে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযোগ করুন আরও সহজে, জেনে নিন সরকারের বিশেষ ঘোষণা

এবার থেকে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযোগ করুন আরও সহজে, জেনে নিন সরকারের বিশেষ ঘোষণা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যের সমস্ত রেশন কার্ডকে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। রাজ্যজুড়ে পুরোদমে চলছে আধার, রেশন কার্ডের সংযুক্তিকরণ করার কাজ। গত মাসের মধ্যেই এই কাজ শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছিল রাজ্য সরকার। তবে, তা সম্ভব হয়নি। এবার থেকে আধার, রেশন কার্ড সংযুক্তিকরনের কাজ আরো সহজ হয়ে গেল। এখন থেকে দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে এ কাজ করা যাবে বলে, ঘোষণা করেছে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, এখন থেকে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েও আধার কার্ড, রেশন কার্ডের সংযুক্তিকরণ করা যাবে। যতদিন পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে, ততদিন পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আধার সংযুক্তিকরণ করা যাবে। অর্থাৎ এখন থেকে আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্তকরণ করার কাজটি দুয়ারে সরকার কর্মসূচির অন্তর্ভুক্ত করল রাজ্য সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সমস্ত দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্পে আধার, রেশন সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

রাজ্য সরকারের এই ঘোষণায় বিশেষভাবে উপকৃত হতে চলেছেন রাজ্যের আপামর বাসিন্দা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এতদিন পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন জানানো যেত, আবার কার্ডে যদি কোন ভূল-ত্রূটি থাকে, তবে সেগুলি সংশোধন করা যেত, ঠিকানা বদলানোর কাজও করা যেত, কিন্তু আধার কার্ড ও রেশন কার্ডের সংযুক্তিকরণ করা যেত না। এবার থেকে এই সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পেও। দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়ে গেলে রেশন ডিলারের কাছে গিয়েও আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করা যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!