এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুলিশি টহলেও রাতের অন্ধকারে অবাধে চলছে বোমাবাজি! সন্ত্রস্ত গ্রামে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন

পুলিশি টহলেও রাতের অন্ধকারে অবাধে চলছে বোমাবাজি! সন্ত্রস্ত গ্রামে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি বাংলার দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে বাকচা গ্রাম পঞ্চায়েতে। আর এই রাজনৈতিক উত্তেজনার জেরে মঙ্গলবার রাতে তুমুল বোমাবাজি হল বাকচায়। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে, এই বোমাবাজি চালিয়েছে গেরুয়া শিবির। ঘটনার সূত্রপাত জানতে গেলে আরো কিছু দিন পিছিয়ে যেতে হবে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে ফুটবল প্রতিযোগিতা দেখে বাড়ি ফিরছিলেন বাকচা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামের বিজেপি কর্মী দীপক মন্ডল। গ্রামে ফেরার পথে মাঝরাস্তায় দীপক মন্ডল খুন হন। অবশ্যম্ভাবী হিসেবে এই অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ করেছে শাসকদলের লোকজন খুন করেছে দীপক কে। অবস্হা গুরুতর দেখে এলাকায় অস্থায়ীভাবে পুলিশি প্রহরা শুরু হয়। তার মধ্যেই মঙ্গলবার রাতে নতুন করে বোমাবাজি শুরু হয় বাকচায়। সূত্রের খবর, মঙ্গলবার রাত দশটা নাগাদ বাকচা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামে বোমার আওয়াজ পাওয়া গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গ্রামের একাধিক বাসিন্দার দাবি এলাকায় পুলিশ ঘুরে যাওয়ার পরেই দুষ্কৃতীরা গ্রামে ঢুকে বোমাবাজি করে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে বিজেপি কর্মী খুনের ঘটনায় ইতিমধ্যে দীপক মন্ডলের মা সাবিত্রী মন্ডল সবং থানায় 11 জন তৃণমূল নেতাকর্মীর নামে অভিযোগ জানিয়েছেন। এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ, যারা দীর্ঘদিন ধরে ঘর ছাড়া তাঁদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। অন্যদিকে বোমাবাজির ঘটনা বিজেপির নাম জড়ানোয় দলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুন নায়েক জানিয়েছেন, বোমার আঘাতে বিজেপি কর্মীর মৃত্যু হল অথচ বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

এটি অত্যন্ত হাস্যকর বলে তিনি দাবি করেছেন। যদিও পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সুনীল কুমার যাদব বোমাবাজির ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছেন। অন্যদিকে জানা গেছে, দীপক মন্ডলের খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। একে তো খুন, তার ওপর বোমাবাজি। দুইয়ে মিলিয়ে গ্রামবাসীরা হয়ে রয়েছেন চূড়ান্ত আতঙ্কিত। কোনভাবে যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্য পুলিশের কড়া নজর রয়েছে এলাকায়। বিশেষজ্ঞদের মতে, নির্বাচন যত এগিয়ে আসবে, ততই এ ধরনের ঘটনা বাড়বে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!