এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking, কয়লা পাচার কান্ডের তদন্তে আজ ফের বড়োসড়ো পদক্ষেপ ইডির, চাঞ্চল্য একাধিক মহলে

Big Breaking, কয়লা পাচার কান্ডের তদন্তে আজ ফের বড়োসড়ো পদক্ষেপ ইডির, চাঞ্চল্য একাধিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়লা পাচার কান্ডের তদন্তে এবার অনেকটা গতি এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যে কয়লা পাচার কান্ডের তদন্তে তলব করা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, তলব করা হয়েছে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে। যার ফলে সরগরম রয়েছে রাজ্যের রাজনীতি মহল। এই পরিস্থিতিতে আজ কলকাতাজুড়ে কয়লা কয়লা পাচার কান্ডের তদন্তে ইডির তল্লাশি চলে। আজ একসঙ্গে একাধিক জায়গায় চলে তল্লাশি চালায় ইডি। আজ পার্কস্টিট, ডালহৌসি, মল্লিক বাজার এলাকায় ইডির তল্লাশি চলে।

আজ একাধিক সংস্থার অফিসে হানা দিতে দেখা যায় ইডির আধিকারিকদের। আজ ডালহৌসির কেয়ার ওয়েল ট্রাভেলস সংস্থার অফিসে ও পার্কস্ট্রিটের ব্যাট এন ওয়েল সংস্থার অফিসে তল্লাশি চলে ইডির। জানা যাচ্ছে, দিল্লি থেকে আসা ইডির আধিকারিকেরাও তদন্তে যোগদান করেন। তল্লাশির সময় নিরাপত্তার কারণে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ উঠেছে এই সংস্থাগুলি কয়লা পাচার কান্ডের সঙ্গে জড়িত রয়েছে। এই সংস্থাগুলির সমস্ত কর্মী, আধিকারিকদের মোবাইল নম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। তাদের বাইরে যেতেও নিষেধ করা হয়েছে। কয়লা পাচার কান্ডের অবৈধ অর্থের সন্ধান করতেই এই তল্লাশি চলে ইডির। পার্কস্ট্রিটের হোয়াইট হাউসে এক সংস্থার অফিসে তল্লাশি চলে ইডির।

আবার মল্লিকবাজারেও এই সংস্থার আরো একটি অফিসে তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। এই সংস্থার আরও দুটি অফিসে তল্লাশি চলে। কয়লা কাণ্ডের টাকা কিভাবে হাতবদল হয়েছে? বা পাচার হয়েছে? সে কথা জানতে তদন্ত করছে ইডি। জানা যাচ্ছে এই সংস্থাগুলির দ্বারা কয়লা পাচারের টাকা অন্য একাউন্টে পাঠানো হয়েছে। সংস্থার অফিসে হানা দিয়ে ইডি উদ্ধার করেছে বহু নথি। ইডির এই পদক্ষেপ তীব্র চাঞ্চল্য ফেলে দিয়েছে একাধিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!