গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে করা বার্তা তৃণমূলের রাজ্য January 24, 2018 গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল। কিছুতেই যেন বন্ধ হচ্ছে না। বার বার হুঁশিয়ারি দিয়েও কাজ হচ্ছে না। এবার করা বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়।এদিন জয়নগরে দলের কর্মী সম্মেলনে যোগ দেন তিনি সেখানেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে করা মনোভাব শানালেন তিনি। এদিন তিনি বলেন মানুষের শান্তি বিঘ্নিত হলে কাউকে রেয়াত করা হবে না। পাশাপাশি বাসন্তী নিয়ে বলেন ওই ঘটনায় যুক্ত দলের পতাকা কিংবা অন্য কোনও সংগঠনের ছাতার তলায় থাকলেও কাউকে রেয়াত করা হবে না। পাশাপাশি পুলিসকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।বাসন্তীতে দলের দু’টি শিবিরের মধ্যে কোনও সংঘাত নেই। সংসারে স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ হয়। মিটে যায়। দলের মধ্যে কোনও মন কষাকষি হলে তার সমাধান আমরা করে ফেলি। আপনার মতামত জানান -