এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিতর্কিত কৃষি আইন বাতিলের পরই নিহত কৃষকদের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এই বিরোধী নেত্রী

বিতর্কিত কৃষি আইন বাতিলের পরই নিহত কৃষকদের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এই বিরোধী নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক বছরেরও বেশি সময় ধরে দেশজুড়ে কৃষকদের আন্দোলনের পর অবশেষে বাতিল হল বিতর্কিত তিন কৃষি আইন। তিন কৃষি আইন বাতিলের পরই উজ্জীবিত হয়ে উঠেছে বিরোধী শিবির। এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। দেশজুড়ে কৃষকদের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সেইসঙ্গে কৃষক আন্দোলনে নিহত কৃষকদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেবার দাবি করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপি সরকার কোনো বিশেষ অভিযুক্তকে বাঁচাবার চেষ্টা করছে। তিনি লখিমপুরের নিহত কৃষক পরিবারের সঙ্গে দেখা করেছেন। তারা ন্যায় চেয়েছেন। নরেন্দ্র মোদী হলেন দেশের প্রধানমন্ত্রী। তিনি কৃষকদের প্রতি, সাধারণ মানুষের প্রতি তাঁর যে দায়িত্ব আছে, তা ভালোভাবেই জানেন তিনি।

প্রত্যেক ভারতবাসীকে ন্যায় দেওয়া হলো তাঁর দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেছিলেন যে, মন থেকে ক্ষমা চেয়ে কৃষি আইন প্রত্যাহার করেছেন ও কৃষকদের পাশে আছেন তিনি। তাহলে লখিমপুর, খেরির ঘটনায় যে কৃষকেরা প্রাণ হারিয়েছেন, তাদের ন্যায় দেওয়াটাও প্রধানমন্ত্রীর মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। এভাবেই চিঠি দিয়ে ও বিস্ফোরক বক্তব্য রেখে বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!