এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আসন্ন লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট কি তৃণমূল ও বিজেপিকে ধাক্কা দিতে পারবে?

আসন্ন লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট কি তৃণমূল ও বিজেপিকে ধাক্কা দিতে পারবে?

লোকসভা নির্বাচনের আগে বঙ্গের রাজনীতি এখন জমজমাট হয়ে উঠেছে। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম বিরোধী দল বিজেপির মধ্যে যখন বিরোধিতার পারদ তুঙ্গে উঠতে শুরু করেছে, ঠিক তখনই সেই তৃণমূল এবং বিজেপিকে হঠাতে নিজেদের মধ্যে জোট বা সমঝোতার রাস্তায় যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে সিপিএম এবং কংগ্রেস।

বিগত 2016 র বিধানসভা নির্বাচনের মতই রাজ্যে তৃণমূল এবং বিজেপিকে সরানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়তে চাইছেন আলিমুদ্দিন স্ট্রিট এবং বিধান ভবনের নেতারা। ইতিমধ্যেই এই ব্যাপারে সিপিএমের বঙ্গ ব্রিগেড এবং বাংলার কংগ্রেস নেতারা দলের শীর্ষ নেতৃত্বের কাছে একাধিক প্রস্তাবও পাঠিয়েছে।

জানা গেছে, কিছুটা হলেও এতে রাজি হয়েছে দু’পক্ষ। আর এখানেই একাংশের প্রশ্ন, তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির দ্বৈরথের মাঝেই বাম-কংগ্রেস জোট তাদের ঘরে অনেকটাই লাভের ফসল তুলবে? বিশেষজ্ঞদের মতে, রাজ্যে যখন এবার মূল লড়াই হতে চলেছে তৃণমূল বনাম বিজেপির মধ্যে, ঠিক তখনই বাম-কংগ্রেস জোট সেই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করে খুব একটা বিশেষ সুবিধা করতে পারবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে অনেকে আবার মনে করছেন, এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জাতীয় রাজনীতিতে বিজেপিকে সরানোর জন্য সমস্ত বিজেপি বিরোধী দলগুলো একজোট হলেও বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাতে বাম এবং কংগ্রেসের এই জোট তৈরি হয়েছে।

ফলে সেই দিক থেকে বাম এবং কংগ্রেসের নিচুতলার যে সমস্ত কর্মী-সমর্থকরা দুই দলের এই জোটকে মেনে নিতে পারবেন না তাঁরা বেশিরভাগ ক্ষেত্রেই বিকল্প হিসেবে বিজেপির দিকে ঝুঁকতে পারেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। তবে বিগত বিধানসভা নির্বাচনের মতই বাম কংগ্রেসের জোট এবারের লোকসভা নির্বাচনেও বাংলায় ধুলিস্যাৎ হয়ে যাবে বলে আত্মবিশ্বাসের সুর শোনা গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা- মন্ত্রীদের গলায়।

তবে রাজনীতির অঙ্ক বড়ই কঠিন। কোন মুহূর্তে কি হবে এটা নিশ্চিত করে বলতে পারেন না কেউই। আর তাইতো বাম এবং কংগ্রেসের একাধিক নেতার দাবি, এবারে তাঁদের এই জোট অনেকটাই কাবু করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপিকে। তবে দাবি এবং এই পাল্টা দাবিকে ঘিরে এখন বঙ্গ রাজনীতি সরগরম থাকলেও শেষ পর্যন্ত কার মুখে হাসি অটুট থাকে তা দেখবার জন্য অপেক্ষা করতেই হবে আগামী লোকসভা ভোটের ভোটবাক্স খোলা পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!