এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোর মুখে মমতাকে চাপে ফেলে দিল আদালত? মরিয়া হয়ে নিতে চলেছেন বিশেষ পদক্ষেপ? জানুন বিস্তারে

পুজোর মুখে মমতাকে চাপে ফেলে দিল আদালত? মরিয়া হয়ে নিতে চলেছেন বিশেষ পদক্ষেপ? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টকরোনা ভাইরাসের মত রোগের দাপট চললেও বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম শারদোৎসবে মানুষ সামিল হবে না, এটা মানা কারো পক্ষেই সম্ভব হচ্ছে না। প্রথম থেকে সরকারের পক্ষ থেকে সেই উৎসবে ছাড় দেওয়া হলেও, তৃতীয়ার বিকেলে একটি অন্য খবর সামনে আসে। যেখানে হাইকোর্টের পক্ষ থেকে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে রায়দান করা হয়। জানিয়ে দেওয়া হয়, কোনো পূজা মণ্ডপেই দর্শনার্থী প্রবেশ করবেন না। বাইরে থেকে দর্শন করতে হবে প্রতিমা।

যেখানে বড় মন্ডপের ক্ষেত্রে 10 মিটার দূরত্ব পালন করতে হবে। স্বাভাবিক ভাবেই মন্ডপের ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করায় জনমানসে হতাশা সৃষ্টি হয়েছে। অনেকেই এই রায়দানের ফলে সন্তোষ প্রকাশ করলেও, এই রায়ের ফলে সন্তুষ্ট নয় রাজ্য সরকার। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের এদিনের এই রায়ে অখুশি রাজ্য। তাই রায়ের কপি হাতে পাওয়ার পরেই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে এবার সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই পুজো নিয়ে যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, তাহলে বাংলার প্রিয় শারদোৎসব নিয়েও ব্যাপক টানাপোড়েন শুরু হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এবারের পুজো মণ্ডপ দর্শকশূন্য থাকবে। যেখানে প্রতিটি পূজা মণ্ডপে নো এন্ট্রি জোন হিসেবে চিহ্নিত করতে হবে। ছোটো মন্ডপের ক্ষেত্রে 5 মিটার এবং বড় মন্ডপের ক্ষেত্রে 10 মিটার দূরত্ব পালন করতে হবে। আর এই দূরত্বের মধ্যে কেউ প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ মন্ডপের ভেতরে প্রবেশে বিধি-নিষেধ জারি করায় বাঙালির শ্রেষ্ঠ উৎসবে যে অনেকটাই ভাটা পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

অনেকে আবার ভবিষ্যতের কথা মাথায় রেখে হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন। তবে উৎসবপ্রিয় বাঙ্গালীদের একাংশ থেকে শুরু করে সরকার অবশ্য এই রায়ে সন্তুষ্ট নয়। যার ফলে তৈরি হয়েছে চাঞ্চল্য। অনেকে বলছেন, আদালতের পক্ষ থেকে এই রায়দান করার সাথে সাথেই কিছুটা হলেও ক্ষুব্ধ হয়েছে রাজ্য সরকার। তাই এবার তারা বিকল্প পথের কথা ভাবতে শুরু করেছে বলে খবর।

আর যদি তারা এই পুজোর পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্টে যায়, তাহলে দুর্গাপুজো নিয়েও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হতে পারে। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই মায়ের বোধন অনুষ্ঠিত হবে। কিন্তু সেই বোধনের আগে যদি আদালতের দরজায় গিয়ে সেই মায়ের পুজো নিয়ে দড়ি টানাটানি শুরু হয়, তাহলে মায়ের মন্ডপে যাওয়া আদৌ কতটা সম্ভব হবে, তা নিয়ে চিন্তায় রয়েছে বঙ্গবাসী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!