এখন পড়ছেন
হোম > রাজ্য > নেতাজির মৃত্যু রহস্য উন্মোচন করুক কেন্দ্রীয় সরকার দাবি মমতার

নেতাজির মৃত্যু রহস্য উন্মোচন করুক কেন্দ্রীয় সরকার দাবি মমতার

গতকাল ছিল ২৩ জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২১ তম জন্মজয়ন্তী। সেই‌ উপলক্ষে  আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রদ্ধর্ঘ জানান, এছাড়াও একটি টুইটে তাঁকে ন্যাশানাল হিরো বলে‌ সম্বোধন করেন। একই টুইটে তিনি লেখেন, ” নেতাজি ন্যাশানাল হিরো। একজন দেশপ্রেমিক । নিঃস্বার্থভাবে সাহসিকতার সঙ্গে দেশের সেবা করেছেন। আজ আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়ার সময় এসেছে, দেশ ও‌ মানুষের ভালোর জন্য অক্লান্ত পরিশ্রম করব। জয় হিন্দ।”
পাশাপাশি‌ সকল দেশবাসীর বহু আকাঙ্খিত নেতাজীর অন্তর্ধান রহস্য নিয়ে সব ফইল প্রকাশের দাবী করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি আজ এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তাতে সাফ জানান, ” আমরা চাই , নেতাজী সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আসুক। বিশেষ করে ১৯৪৯-৫০ সালে প্রতিরক্ষা মন্ত্রকের বই সামনে আনা উচিত। যা এখনও প্রকাশিত হয়নি। যেখানে লেখা ছিল , নেতাজীর বিমান কোনও দুর্ঘটনার সন্মুখীন হয়নি। উনি মারা যাননি। অন্য কোনও জায়গায় চলে গেছিলেন।” সথে সথে তিনি আরও‌ বলেন ,” কোনও সরকার এখনও প্রমাণ করতে পারেনি নেতাজীর বিমান দুর্ঘটনা ঘটেছিল। এবং তিনি সেখানে মারা গিয়েছিলেন। শেষ ৭৩ বছরে সরকার মানুষকে বিপথে চালিত করছে। ভুল তথ্য দেওয়া বন্ধ করুক কেন্দ্রীয় সরকার।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!