এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর নির্দেশে পঞ্চায়েত নির্বাচনের আগেই কড়া নিয়মে বাধা পড়লেন নেতা নেত্রীরা

মুখ্যমন্ত্রীর নির্দেশে পঞ্চায়েত নির্বাচনের আগেই কড়া নিয়মে বাধা পড়লেন নেতা নেত্রীরা

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অনেক আগে থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস। এর আগে দলীয় কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মানুষের উন্নয়নের দায়িত্ব নিতে হবে। এবং সাধারণ মানুষের সমস্যা জেনে তার সমাধানও দিতে হবে নিয়মিত। এবং দলীয় সূত্রের খবর অনুসারে, দলের জেলা ও গ্রাম ভিত্তিক সংগঠনকে শক্ত করতেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতানেত্রীদের তৃণমূল ভবনে যাওয়ার এক রুটিন তৈরি করে দিলেন।
এই রুটিন অনুসারে, তৃণমূল নেতা মদন মিত্রকে প্রতিদিনই ভবনে উপস্থিত থাকতে হবে। এই প্রস্তাবকে সানন্দে গ্রহণ করেছেন তৃণমূল নেতা। এবং তিনি বলেছেন, “আমি দলের একজন কর্মী। আমাকে যা বলা হয়েছে তাই করব। অন্যদের তৃণমূল ভবনে যাওয়ার নির্দেশ যদি নেত্রী দিয়ে থাকেন, নিশ্চয়ই ভেবেচিন্তে দলের ভালোর জন্যই এই নির্দেশ দিয়েছেন।”
সূত্রের খবর, তৃণমূল নেত্রীর নির্দেশ, এবার থেকে রুটিন অনুসারে প্রতি বুধবার ও শনিবার তৃণমূল ভবনে ১০০টির জায়গায় ২০০টি করে চিঠি নিয়ে বসতে হবে সুব্রতবাবুকে।
এবং বাকি রুটিন অনুসারে,
সোমবার : রাজীব বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য
মঙ্গলবার : মদন মিত্র, ইন্দ্রনীল সেন
বুধবার : সুব্রত বক্সি, মদন মিত্র
বৃহস্পতিবার : ফিরহাদ হাকিম, মদন মিত্র
শুক্রবার : চন্দ্রিমা ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, মদন মিত্র
শনিবার : সুব্রত বক্সি, মদন মিত্র
রবিবার : ইন্দ্রনীল সেন, মদন মিত্র
এই রুটিন অনুসারেই তৃণমূল ভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে দলের সমস্ত শীর্ষ নেতাদের।
আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূল শাসকদলের জোরকদমে প্রস্তুতিই এখন রাজনৈতিক মহলে মূল আলোচনার বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!