শুভেন্দু গড়ে বড় ধাক্কা শাসকদলে, ৭০০০ নেতা-কর্মী সহ বিজেপি নিল প্রভাবশালী নেতাকে বিশেষ খবর রাজ্য December 9, 2017 সমস্ত জল্পনা-কল্পনার অবসান। আমরা আগেই জানিয়েছিলাম সম্ভাবনার কথা, আর এবার তা সত্যি করে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পাঁশকুড়া মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান। তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর খাস তালুকে আরো ৭০০০ কর্মী-সমর্থক এবং একাধিক কাউন্সিলরও যোগ দিলেন বিজেপিতে। এদিন আনিসুর রহমানের হাতে বিজেপি পতাকা তুলে দেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। আরও পড়ুন: অধিকারী গড়ে একঢিলে দুই পাখি মারতে চলেছে বিজেপি! আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে কি বিজেপির এক দক্ষ সংখ্যালঘু মুখ পাওয়া নিশ্চিত হয়ে গেল? আনিসুর বরাবরই মুকুল রায় ঘনিষ্ঠ এবং শুভেন্দু অধিকারীর বিরোধী শিবিরের বলে পরিচিত। এলাকায় যথেষ্ট প্রভাবশালী নেতা এবং অন্যতম সংখ্যালঘু মুখ। নন্দীগ্রাম কাণ্ডের সময় সিপিএম বাহিনীর দাপট এড়িয়ে তৎকালীন বিরোধীনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বাইকে চাপিয়ে তিনি পৌঁছে দিয়েছিলেন নন্দীগ্রাম আহতদের পাশে হাসপাতালে। সেই আনিসুরকেই দলের মধ্যে কোনঠাসা করার চেষ্টা চলছিল বলে অভিযোগ, এমনকি তাঁকে দলবিরোধী কাজের ‘অজুহাতে’ ছ বছরের জন্য সাসপেন্ড করে শাসকদল। এরফলে আনিসুরের বিজেপিতে যোগ দেওয়াটা ছিল সময়ের অপেক্ষা, কিন্তু এখানেও মাস্টারস্ট্রোক দিলেন মুকুল রায়। নিজে ‘ক্রেডিট’ না নিয়ে ভবিষ্যতে আরো বেশি সংখ্যায় সংখ্যালঘুদের বিজেপিতে আসার পথ প্রশস্ত করতে তিনি আনিসুরকে দলে যোগ দেওয়ালেন কৈলাস-দিলীপ-রাহুলদের হাত দিয়েই। বিজেপি নেতৃত্ত্বের দাবি আগামী দিনে আরো বড় চমক এবং ভাঙ্গন অপেক্ষা করে আছে শাসকদলের জন্য। সবং নির্বাচনের আগে এটা শাসকদলের কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -