এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “লকডাউনে চুরি করা চাল দিয়ে ৫ টাকায় খাবার দিচ্ছে তৃণমূল।” – বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

“লকডাউনে চুরি করা চাল দিয়ে ৫ টাকায় খাবার দিচ্ছে তৃণমূল।” – বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ কোলাঘাটে জনসভা করলেন শুভেন্দু অধিকারী। এই জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন তিনি। প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁর পূর্বদল তৃণমূলকে নানা অভিযোগে অভিযুক্ত, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। আজও তিনি তার পূর্ব দলকে আক্রমণ করলেন। কোলাঘাটের সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন যে, রাতের অন্ধকারে টেটের নিয়োগপত্র দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেছেন যে, কাট মানি দিয়ে তৃণমূলের ঘনিষ্ঠ লোকজনকে চাকরির ব্যবস্থা করে দেয়া হয়েছে। এরপর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী জানালেন যে, রাজ্যে কোন শিল্প হচ্ছে না। ঋণ করে রাজ্যকে দেউলিয়া করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি জানালেন যে, তৃণমূলে তিনিই সর্বেসর্বা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পোস্ট, বাকিরা সব ল্যাম্পপোস্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে কটাক্ষ করে তিনি জানালেন যে, একজন জয় শ্রীরাম বললে ক্রুদ্ধ হন, অপরজন তোলাবাজ ভাইপো বললে রেগে যাচ্ছেন। এভাবে সরাসরি নাম না নিয়েও তাঁদেরকে তীব্র কটাক্ষ করলেন তিনি। রাজ্যের উন্নয়নের স্বার্থে কেন্দ্র ও রাজ্যে এক দলের সরকার গঠনের নিদান দিলেন তিনি। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে ডবল ইঞ্জিন সরকার গড়ে তোলা প্রয়োজন।

শুভেন্দু অধিকারী জানালেন যে,পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে বাঁচাতে বিজেপিই হলো একমাত্র ভরসা। কোলাঘাটের সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন যে, পিএম কিষান প্রকল্প চালু হলেই ১৮ হাজার টাকা করে রাজ্যের কৃষকেরা অর্থ সাহায্য পাবেন। এরপর তিনি অভিযোগ করেছেন, লকডাউনের চুরি করা চাল থেকেই ৫ টাকার খাবারের ব্যবস্থা করেছে তৃণমূল। এভাবেই মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্প মায়ের রান্নাঘরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!