এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিরোধী রাজনীতিতে গান্ধী পরিবারের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠল, তীব্র অস্বস্তি কংগ্রেস শিবিরে

বিরোধী রাজনীতিতে গান্ধী পরিবারের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠল, তীব্র অস্বস্তি কংগ্রেস শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের শাসন ক্ষমতা থেকে বিজেপিকে সরাতে ইতিমধ্যেই সমস্ত বিরোধীদলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সুরে সুর মিলিয়েছেন অনেকেই যার মধ্যে কংগ্রেস অন্যতম। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে গিয়ে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে একান্তে বৈঠক করেন। আর তারপর থেকেই দেখা যাচ্ছে কংগ্রেস শিবিরে বিরোধিতার সুর আরও তীব্র হয়েছে। অন্যদিকে কংগ্রেসের অন্দরে প্রশ্ন উঠেছে, কংগ্রেসের নেতৃত্বে গান্ধী পরিবারের ভূমিকা কতখানি?

বলাই যায়, কংগ্রেসের অন্দরের এই প্রশ্ন গান্ধী পরিবারকে চূড়ান্ত অস্বস্তির মুখে দাঁড় করিয়েছে। আর এই পরিস্থিতিকে সামাল দিতে আগামী 20 শে আগস্ট কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বিরোধীদলের নেতা এবং বিরোধীদল শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন। খুব স্বাভাবিকভাবেই এই বৈঠকে ডাক পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই বৈঠকে থাকছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এনসিপি প্রধান শরদ পাওয়ার প্রমুখরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত এবারের সংসদে বাদল অধিবেশনে বিজেপির বিরুদ্ধে ব্যাপকভাবে বিরোধিতা করেছে কংগ্রেস। পাশাপাশি অন্যান্য প্রায় 15 টি বিরোধী দলকে নিয়ে একাধিকবার বৈঠক করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিরোধী দলগুলি সংসদ থেকে বিজয়চক পর্যন্ত মিছিল করেছে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করতে। এমনকি শিবসেনার তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে বিরোধীরা একজোট হচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই কংগ্রেস নেতা কপিল সিব্বলের জন্মদিন উপলক্ষে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল এবং সেখানে একাধিক বিরোধী নেতা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে এনসিপির শরদ পাওয়ার যেমন ছিলেন, সেরকমই রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদব, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, শিবসেনার সঞ্জয় রাউত, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে ওমর আব্দুল্লাহ, সিপিএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি, সিপিআইএর ডি রাজা, বিজু জনতা দলের নেতা পিনাকী মিশ্র, ডিএমকের তিরুচি শিবাওসহ অন্যান্যরা।

উল্লেখযোগ্যভাবে এখান থেকেই বিরোধীরা প্রশ্ন তোলেন কংগ্রেসের সাথে থাকলেও গান্ধী পরিবারের কেউ আগামী দিনে কংগ্রেসকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন? বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রশ্নের উত্তর দিতেই সম্ভবত সোনিয়া গান্ধী ভার্চুয়াল বৈঠক ডাকলেন অন্যান্য বিরোধী নেতাদের নিয়ে। তবে এই বৈঠক বিরোধীদের গান্ধী পরিবারের প্রতি দৃষ্টিভঙ্গি কি বদলাতে পারবে পাশাপাশি গান্ধী পরিবারকে নিয়ে কিন্তু কংগ্রেসের অন্দরেও যথেষ্ট দন্দ্ব আছে। সমস্ত সমস্যা সামলে বিজেপিকে হারাতে কংগ্রেস কতটা নেতৃত্বে উঠে আসতে পারে, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!