এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুকে এখনও ভুলতে পারেনি তৃণমূল? দলীয় পতাকা উত্তোলনে বিরোধী দলনেতার জয়ধ্বনি!

শুভেন্দুকে এখনও ভুলতে পারেনি তৃণমূল? দলীয় পতাকা উত্তোলনে বিরোধী দলনেতার জয়ধ্বনি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের আগে তৃনমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। বর্তমানে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ। কিন্তু দীর্ঘদিন এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পরিচালিত হয়েছে বিভিন্ন জেলায়। তিনি বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সংগঠনকে চাঙ্গা করেছেন। সেদিক থেকে যে সমস্ত জেলায় শুভেন্দু অধিকারী দায়িত্বে ছিলেন, সেই সমস্ত জেলার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই জায়গা গিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে।

কিন্তু শুভেন্দুবাবু এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ হলেও, তাকে যে তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীরা ভুলতে পারেননি, তা স্পষ্ট হয়ে গেল। যেখানে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেওয়ার পাশাপাশি হঠাৎ করেই বেরিয়ে পড়ল শুভেন্দু অধিকারীর নাম। স্লোগান দিতে গিয়ে এক কর্মী রীতিমতো “শুভেন্দু অধিকারী জিন্দাবাদ” বলে বসলেন। যার ফলে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, এদিন তৃণমূলের এক কর্মসূচিতে উপস্থিত হন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। যেখানে দলের পতাকা উত্তোলন করেন তিনি। আর সেই পতাকা উত্তোলনের সময় এক তৃণমূল কর্মী “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ” বলে স্লোগান দেন। তার পরেই হঠাৎ করে শুনতে পাওয়া যায় সেই তৃণমূল কর্মী বলছেন, “শুভেন্দু অধিকারী জিন্দাবাদ।” যদিও বা মুহূর্তের মধ্যেই সেই শ্লোগান থেকে সরে আসতে দেখা যায় সেই তৃণমূল কর্মীকে। এদিকে সুজাতা মন্ডল যখন পতাকা উত্তোলন করছেন, তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে স্লোগান দেওয়ার কারণে তিনি রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্লোগান দেওয়া কর্মীর উদ্দেশ্যে বড় বড় চোখ পাকিয়ে তাকাতে দেখা যায় এই তৃণমূল নেত্রীকে। যার জেরে সেই ভিডিও এখন ভাইরাল হয়ে যাওয়ার সাথে সাথেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী প্রথম থেকেই তৃনমূল কংগ্রেসে ছিলেন। এমনকি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দল সমস্যার মুখে পড়েছিল, সেখানে শক্ত হাতে সংগঠনকে চাঙ্গা করেছিলেন তিনি। তৃণমূলের নীচুতলা থেকে শুরু করে মাঝারি, এমনকি ওপরতলাতেও সকলের প্রিয় নেতা হয়ে উঠেছিলেন শুভেন্দু অধিকারী। তাই তিনি যে দলবদল করতে পারেন, তা অনেকেই কল্পনা করতে পারেননি। সেদিক থেকে শুভেন্দু অধিকারীকে নেতা বলে মানা এই কর্মী হয়ত বা ভুল করেই তার নামে স্লোগান দিয়ে ফেলেছেন। যার জেরে এখন অনেকেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে শুরু করেছে।

সমালোচকদের দাবি, তৃণমূল কংগ্রেস কোনোমতেই শুভেন্দু অধিকারীর অবদানকে অস্বীকার করতে পারবে না। নীচুতলার কর্মীদের মধ্যে যে শুভেন্দুবাবুর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, তা তৃণমূলের পতাকা উত্তোলনের সময় বিরোধী দলনেতার নামে স্লোগানের মধ্য দিয়েই আরও একবার স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন একাংশ। তবে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ঘাসফুল শিবির যে যথেষ্ট বেকায়দার মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!