এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গেরুয়া শিবিরে আবার বড়সড় ভাঙন, দলবদল করে সহস্রাধিক কর্মী তৃণমূলে

গেরুয়া শিবিরে আবার বড়সড় ভাঙন, দলবদল করে সহস্রাধিক কর্মী তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের নির্বাচনের পর থেকেই বিজেপি থেকে তৃণমূলে চলে আসার ঢল নেমেছে। কার্যত যে ধ্বস ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে নেমেছিল, ভোটের পরে সেই একই ধ্বস এবার গেরুয়া শিবিরে। বিধানসভা নির্বাচনে হারার পর থেকে রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের সংগঠন যথেষ্ট তলানীতে বলে জানা যাচ্ছে। আর সেই সূত্রেই রাজ্যের বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে চলে আসছেন অনেকেই। এবার অনুব্রত মণ্ডলের হাত ধরে বীরভূমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার ঘটনা সামনে এলো।

কার্যত বীরভূমে ইতিমধ্যেই বেশ কয়েকটি দলবদলের ঘটনা ঘটেছে। ভোটের পর থেকেই বিভিন্ন সময়ে দেখা গেছে, বিজেপি করার ভুল স্বীকার করে রীতিমতো ক্ষুব্ধ হয়ে তৃণমূলে ফিরেছেন বহু নেতাকর্মী। আবার অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য মাইক নিয়ে প্রচার চালিয়েছে। এবার আরও একবার বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলেন প্রায় 2 হাজার কর্মী সমর্থক। কার্যত জানা গিয়েছে, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরেই এই দল বদল হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নানুর বিধানসভার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের শতাধিক বিজেপি কর্মী এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। কার্যত ভোটের পর থেকে যেভাবে দলবদল হয়েছে তাতে দেখা যাচ্ছে, জেলার মধ্যে বীরভূম ইতিমধ্যেই শীর্ষে স্তরে পৌঁছে গেছে। নানুর বিধানসভায় সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের শতাধিক বিজেপি কর্মী তৃণমূলের এসেছেন অনুব্রত মণ্ডলের হাত ধরে। অন্যদিকে জানা যাচ্ছে। গতকাল বীরভূমের লাভপুর থানার কুরানাহার গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী থেকে বুথ সভাপতি ও মন্ডল সভাপতি সহ আরও শতাধিক নেতারা তৃণমূলে যোগ দিয়েছেন।

এক্ষেত্রে লাভপুরে তৃণমূল বিধায়ক অজিত সিংহের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেছেন বিজেপি থেকে আগত নেতাকর্মআ। পাশাপাশি দলবদলকারীরা প্রত্যেকেই জানিয়েছে, মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের ধারা দেখে তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন। কার্যত বিশেষজ্ঞরা মনে করছেন, বীরভূমে গেরুয়া শিবিরের সংগঠন একেবারেই তলানিতে পৌঁছে গেছে। যেভাবে দিনের-পর-দিন সেখানে দলবদল হচ্ছে, তা অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দলীয় ভাঙন ঠেকাতে বিজেপি এবার কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাও দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!