এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিল্লি সফরের পরেই রাজ্যপালকে বেনজির আক্রমণ তৃণমূল নেতার, তোলপাড় রাজ্য!

দিল্লি সফরের পরেই রাজ্যপালকে বেনজির আক্রমণ তৃণমূল নেতার, তোলপাড় রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   রাজ্যের বিভিন্ন বিষয়ে মন্তব্য করা থেকে শুরু করে সরকারকে সচেতন করা, ক্ষেত্রে রাজ্যপালের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। এক্ষেত্রে বিভিন্ন সময়ে রাজ্যপাল বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে বলে দাবি করে ঘাসফুল শিবির। বর্তমান পরিস্থিতিতে তৃতীয়বার তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্যে বসার পর থেকে হিংসা সহ একাধিক বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

যা ঘাসফুল শিবিরের কাছে যথেষ্ট অস্বস্তিকর। আর এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি রওনা দিয়েছেন বাংলার রাজ্যপাল জাগদীপ ধনকার। স্বাভাবিক ভাবেই তার এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। আর তার মাঝেই এবার রাজ্যপালকে আক্রমণ করে রীতিমত শোরগোল তুলে দিলেন তৃণমূল নেতা তাপস রায়।

সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যপালকে আক্রমণ করেন তৃণমূলের বর্ষিয়ান নেতা তাপস রায়। যেখানে শারীরিক গঠনের কথা তুলে ধরে রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের তাপস রায় বলেন, “রাজ্যপালের চেহারা ঝুঁকে রয়েছে এবং তা বিজেপির দিকে ঝোঁকা। ওর বুক চিতিয়ে লড়াই করার মত শারীরিক গঠন নয়। রাজ্যপাল যেদিন থেকে বাংলায় এসেছেন, সেদিন থেকেই তিনি একটি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই তৃণমূল নেতার এই মন্তব্যে এখন রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। বস্তুত, রাজ্যপালের সঙ্গে তাদের নানা বিষয়ে বিরোধিতা থাকতে পারে। কিন্তু তার শারীরিক গঠন নিয়ে প্রশ্ন তুলে যেভাবে তাকে আক্রমণ করলেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা, তাতে রাজ্য বনাম রাজ্যপালের সম্পর্কে তিক্ততা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, রাজ্যপাল দিল্লি সফর করেছেন কেন্দ্রের কাছে বাংলার হিংসা সহ একাধিক বিষয় তুলে ধরার জন্য। এক্ষেত্রে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। স্বাভাবিক ভাবেই তৃণমূল সরকারের মধ্যে এই রাজ্যপালের দিল্লি সফর নিয়ে কিছুটা হলেও আশঙ্কার পারদ বাড়তে শুরু করেছে। আর তার মাঝেই এবার সেই রাজ্যপালকে বেনজির আক্রমণ করে শোরগোল ফেলে দিলেন তৃণমূলের তাপস রায়।

এভাবে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক কিনা, তা নিয়ে তৃণমূল নেতার মন্তব্যের পরে পাল্টা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে রাজ্যপালকে বেনজির আক্রমণ করার পর তাপস রায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দল বা রাজভবনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!