এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লক্ষ্মীবারেই বড় নাটক মমতার! মানুষকে বোকা বানানোর চেষ্টা, কটাক্ষ বিজেপির!

লক্ষ্মীবারেই বড় নাটক মমতার! মানুষকে বোকা বানানোর চেষ্টা, কটাক্ষ বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বারবার ধরা পড়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবং তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার নাকি একশো দিন এবং আবাস যোজনার টাকা দিচ্ছে না। কিন্তু কেন্দ্র পাল্টা যুক্তি দিয়ে জানিয়ে দিয়েছে রাজ্যকে, আগে যে টাকা দেওয়া হয়েছে, তার হিসাব দেওয়া হোক। তাহলেই তারা টাকা দিয়ে দেবে। কিন্তু সেই হিসাব দেওয়ার মত ক্ষমতা নেই রাজ্যের। কারণ সেই হিসাব দিতে গেলে তাদের মুখ পুড়বে। কেননা এটা সবাই জানে যে, এই রাজ্যে একশো দিনের কাজ এবং আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। আর তাতে বেশিরভাগ তৃণমূল নেতাদের নাম জড়িয়ে পড়েছে। তাই হিসেব দেওয়ার ক্ষেত্রে ভয় পাচ্ছে শাসক দল বলেই দাবি বিরোধীদের। তবে যে যাই বলুন না কেন, রাজনীতি তো করতে হবে তৃণমূল কংগ্রেসকে। মানুষের জীবনকে বিপন্ন করে তারা বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামবে, এটাই তাদের উদ্দেশ্য। তাই আবার আগামীকাল একটা নতুন নাটক তৈরি করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত তেমনটাই মনে করছেন সমালোচক মহলের একাংশ।

বিশেষ সূত্র মারফত খবর, আগামীকাল নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের একটি মেগা কর্মসূচি ঘোষণা হতে পারে। প্রায় প্রত্যেকটি জেলা থেকে নেতৃত্বদের উপস্থিতি সেখানে লক্ষ্য করা যাবে। পাশাপাশি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জনপ্রতিনিধিদেরও সেই বৈঠকে থাকার কথা জানিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। মূলত, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের পরবর্তী কর্মসূচি কি হবে, তা নিয়েই দিক নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আবার একটা মানুষকে ভুল বুঝিয়ে ভোট দেওয়ার চেষ্টা করবে তৃণমূল দল বলেই মনে করছেন একাংশ।

ইতিমধ্যেই গোটা বিষয়কে কেন্দ্র করে কটাক্ষ ছুড়ে দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাদের দাবি, আবার মানুষকে বোকা বানানোর চেষ্টা শুরু তৃণমূলের। লোকসভা ভোটে তারা এই রাজ্য থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কারণ মানুষ জানে যে, তাদের টাকা চুরি করে তৃণমূল নেতারা নিজেদের পকেটে ঢুকিয়েছেন। আর এই সরল সত্যটা মানুষের কাছে পৌঁছে গিয়েছে জন্যই এখন বিজেপির বিরুদ্ধে কুৎসা করে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এই নাকেকান্না কাঁদতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো। তাই আবার নতুন আন্দোলনের প্লাটফর্ম তৈরি করে মানুষকে কি করে টুপি পরানো যায়, তার চেষ্টা হবে আগামীকাল। তবে এসব কিছুর জবাব দিতে মানুষ তৈরি আছে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের দাবি, নিজের ব্যর্থতা ঢাকার জন্য যা ইচ্ছে তাই করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একশো দিনের কাজে তৃণমূল নেতারা চুরি করেছেন, দুর্নীতি হয়েছে, এটা সত্য। মানুষ সেটা ধরে ফেলেছেন। তাই তৃণমূল নেত্রী এবং তার ভাইপো এই বিষয় নিয়ে দিল্লিতে যান বা রাজভবনের সামনে বসে থাকুন, মানুষের কিন্তু তৃণমূলের এই আন্দোলনের পেছনে মোটেই সমর্থন ছিল না। বরঞ্চ সাধারণ মানুষ দাবি করেছিলেন যে, কেন্দ্রীয় সরকার যখন হিসাব দিতে বলছে, তাহলে সেই হিসাব দেওয়া হচ্ছে না কেন? অনেকে তো আবার এটাও বলছিলেন, চুরি করে আন্দোলন করলে হিসাব কি করে দেবেন তৃণমূল নেত্রী? তাই নেতাজি ইন্ডোরে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা তৃণমূলের বৈঠক যাত্রাপালা ছাড়া আর কিছুই নয়। আবার একটা নতুন নাটক, আবার একটা নতুন চিত্রনাট্য হয়ত সেই বৈঠক থেকেই দলকে তৈরি করে দেবেন তৃণমূল নেত্রী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!