এবার মুকুল রায়কে ওপেন চ্যালেঞ্জ জানালেন অর্জুন সিং রাজ্য January 3, 2018 সামনের ২৯ শে জানুয়ারি নোয়াপাড়ায় বিধানসভার উপনির্বাচন। প্রসঙ্গত এবার নোয়াপাড়ায় চতুর্মুখী লড়াই হতে চলেছে। কিন্তু বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আর তাই এবার মুকুল রায়কে চ্যালেঞ্জ করে ভাটপাড়ার বিধায়ক তথা নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনের দ্বায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস নেতা অর্জুন সিং বললেন নোয়াপাড়ায় বিজেপি তাদের প্রার্থী খুঁজে পাচ্ছে না। নোয়াপাড়ায় যখন সুযোগ আছে মুকুল রায় প্রার্থী হোক, দেখি উনি কতটা মাথা ব্যাথার কারণ হয় আমাদের?প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন পুরপ্রধান সুনীল সিং,সিপিআইএম গার্গী চট্টোপাধ্যায়কে তাদের প্রার্থী হিসাবে মনোনীত করেছেন। এখনো কংগ্রেসের তরফ থেকে চূড়ান্ত না করা হলেও কানাঘুসো শোনা যাচ্ছে কাউন্সিলর গৌতম বসু কে তাদের প্রার্থী করতে পারে কংগ্রেস। এদিন নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল সিংয়ের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে গাড়ুলিয়ার হরজিন্দার রোডে যোগ দিতে এসে এইভাবেই মুকুল রায়কে কটাক্ষ করলেন। যদিও এই নিয়ে এখন অবধি মুকুলবাবুর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার মতামত জানান -