রাজ্যের আরও এক গুরুত্বপূর্ণ পুরসভা আসতে চলেছে গেরুয়া শিবিরের দখলে? বাড়ছে জল্পনা মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য June 4, 2019 লোকসভা নির্বাচনে ফলাফলের পরই রাজ্যের শাসক দল ভেঙে একাধিক পৌরসভার কাউন্সিলর এবং বিধায়করা বিজেপিতে যোগদান করতে থাকে। আর এই দলবদলের হিড়িকের মাঝেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, “এ তো সবে শুরু হল। আরও অনেক পুরসভা বিজেপির দখলে আসবে।” আর বিজেপির এই দাবি অনুযায়ী এবার কি ফের আরেকটি পুরসভা আসতে চলেছে গেরুয়া শিবিরের দখলে? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে সর্বত্র। সূত্রের খবর, তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভায় আগামী 72 ঘণ্টার মধ্যে দখল নেওয়ার কথা বলেছে বিজেপি। আর তা থেকেই জল্পনা আরও বাড়তে শুরু করেছে। প্রসঙ্গত, 20 আসন বিশিষ্ট এই পুরাতন মালদার পৌরসভায় প্রথমে তৃণমূল 16 টি আসন দখল করে এবং পরে বিজেপির দখলে থাকা তিনজন কাউন্সিলর তৃণমূলে যোগ দিলে তৃণমূলের মোট সদস্য সংখ্যা হয় 19 জন। যেখানে পুরসভার চেয়ারম্যান হন তৃণমূলের কার্তিক ঘোষ। কিন্তু বর্তমানে এই পৌরসভার 14 জন কাউন্সিলারই এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে শোনা যাচ্ছে। আর যা নিয়েই এবার তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিরোধীদের দাবি, এই পৌরসভায় কোনোরূপ পরিষেবা পাওয়া যায় না। সাধারণ মানুষ এখানে বিপর্যস্ত। তাহলে কি সত্যিই এবার পুরাতন মালদহ পুরসভা তাদের দখলে আসছে? এদিন এই প্রসঙ্গে পুরাতন মালদহের বিজেপির নগর সভাপতি চন্দন দে বলেন, “নির্বাচনের আগে থেকেই অনেক তৃণমূল নেতাকর্মীরা আমাদের সাথে যোগাযোগ রাখছেন। আমরা চাইলে 72 ঘণ্টার মধ্যে পৌরসভার দখল নিতে পারি। 13 জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এই পৌরসভা আমাদের দখলে আসা শুধুই সময়ের অপেক্ষা।” এদিকে দলবদলের জল্পনাকে উস্কে দিয়েছেন পুরাতন মালদহ পৌরসভারই তৃণমূল কাউন্সিলর নৃপেন পাল। এদিন তিনি বলেন, “দলীয় কোন্দলের জেরে জলে কেউ থাকতে চাইছে না। এখানে থেকে কখনও মানুষের কাজ করা যায় না। তাই আমরা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছি। অনেকেই আমাদের সাথে যোগ দেবে।” তবে বিজেপির পক্ষ থেকে এই পুরাতন মালদহ পৌরসভা দখলের ব্যাপারে জল্পনা উসকে দিলেও তা সম্পূর্ণ রূপে অস্বীকার করেছেন পুরাতন মালদহ শহর তৃণমূলের সভাপতি বিভূতি ভুষণ ঘোষ। এদিন তিনি বলেন, “পুরাতন মালদহ পৌরসভা তৃণমূলের দখলে রয়েছে এবং তা তৃণমূলের দখলেই থাকবে।” তবে কার দাবি কতটা সত্যি হয়, পুরাতন মালদহ পৌরসভা তৃণমূলের দখলেই থাকে, নাকি তা ছিনিয়ে নেয় গেরুয়া শিবির! এখন সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -