এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যে বাড়ছে সামাজিক অপরাধীকরণ, প্রবল চিন্তায় এই হেভিওয়েট !

রাজ্যে বাড়ছে সামাজিক অপরাধীকরণ, প্রবল চিন্তায় এই হেভিওয়েট !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কোথাও বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আবার কোথাও বা গুলির আওয়াজ, প্রতিনিয়ত রাজ্যের একের পর এক এলাকায় বাড়ছে এই সমস্ত ঘটনা। যা কার্যত আতঙ্কে রাখতে শুরু করেছে সাধারণ মানুষকে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রবণতা বৃদ্ধি হওয়ার কারণে সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরাও। আর এই পরিস্থিতিতে এবার সামাজিক অপরাধীকরনের মাত্রা যেভাবে বাড়ছে, তা নিয়ে প্রবল আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। পাশাপাশি তার অভিযোগ, যে সমস্ত গুলি এবং বোমার ঘটনা ঘটছে, তার পেছনে দুষ্কৃতীরা রয়েছে তৃণমূলের ছাতার তলায়।

প্রসঙ্গত, এদিন রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “রাজ্যে এমন কোনো জায়গা নেই, যেখানে কোনো না কোনো দিন গুলি চলছে না। প্রত্যেকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। আর এর পেছনে যারা জড়িত সেই সমস্ত দুষ্কৃতীরা তৃণমূলের ছাতার তলায় রয়েছে। পার্টিটা দুষ্কৃতীকরণে ভরে গিয়েছে। এবার সামাজিক অপরাধীকরণের পালা চলছে। যা প্রবল চিন্তার বিষয়।”

পর্যবেক্ষকদের মতে, গুলি এবং বোমার আওয়াজে রাজ্যের কোনো না কোনো এলাকা মাঝেমধ্যেই সন্ত্রস্ত হয়ে ওঠে। প্রাণ যায় সাধারণ মানুষের। পরবর্তীতে তদন্তে বেশ কিছু ক্ষেত্রে উঠে আসে শাসক যোগের কথা। আর এই পরিস্থিতিতে সেই বিষয়টি তুলে ধরে যেভাবে সামাজিক অবক্ষয় শুরু হয়েছে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!