এখন পড়ছেন
হোম > রাজ্য > ভারতীয় নারীদের সৌন্দর্য্য ব্যাখ্যায় ঐশ্বর্য্য রাইয়ের নাম জড়িয়ে বিতর্কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ভারতীয় নারীদের সৌন্দর্য্য ব্যাখ্যায় ঐশ্বর্য্য রাইয়ের নাম জড়িয়ে বিতর্কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী


ভারতীয় নারীদের সৌন্দর্যের বিশ্লেষণে কিছু বেফাঁস মন্তব্য করে সংবাদ শিরোনাম উঠে এলেন ত্রিপুরার নব নির্বাচিত বিজেপি দল মনোনীত মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। রাজধানী আগরতলার একটি অনুষ্ঠানে তিনি এদিন পৃথিবী ব্যাপী আয়োজিত সারা জাগানো সৌন্দর্য প্রতিযোগীতায় , প্রতিযোগী ওবং পুরষ্কৃত ভারতীয় নারীদের সৌন্দর্য বিষয়ে আলোচনায় বললেন, ”এমনকী, ডায়না হেডেনও পেয়েছেন (মিস ওয়ার্ল্ডের খেতাব)। দেখুন সবাই হাসছেন। আমাকে বলুন ডায়না হেডেন কি এটা পাওয়ার যোগ্য? ঐশ্বর্য রাই পেয়েছেন। সেটা ঠিক আছে। কারণ তিনি ভারতীয় মহিলাদের সৌন্দর্যের প্রতীক।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ভারতীয় সৌন্দর্যের সবটাই হল দেবী লক্ষ্মী ও দেবী সরস্বতী…ডায়না হেডেন সেই সুন্দরীদের গোত্রে পড়েন না।”  এই মন্তব্য করার পরে সাথেসাথেই মুখ্যমন্ত্রী জানান , তিনি মোটেই তাঁর বিরোধীতা করছেন না। এদিনের সভভায় মুখ্যমন্ত্রী আরো বললেন বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন কসমেটিকের বিক্রি বাড়াতে আন্তর্জাতিক ফ্যাশন মাফিয়ারা মহিলাদের মাথা খাচ্ছেন। আর একদা মিস ওয়ার্ল্ড ডায়না হেডেন এই ‘আন্তর্জাতিক ফ্যাশন মাফিয়া’দের জন্যই বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন বলে অভিযোগ বিপ্লবকুমার দেবের। এদিনের আগেও মুখ্যমন্ত্রী পদে স্থলাভিষিক্ত অনেক বেফাঁস মন্তব্য করে নিজেকে বিতর্কের কেন্দ্রে এনেছিলেন ত্রিপুরার নব নির্বাচিত এই মুখ্যমন্ত্রী। আর এখন সেই তালিকায় ঐশ্বর্য ও ডায়ানা হেডেন নবতম সংযোজন বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!