এখন পড়ছেন
হোম > রাজ্য > যাঁরা পুলিশকে চালাচ্ছেন তাঁদের সিদ্ধান্তে পুলিশ কাউকে ধরে নি: বিস্ফোরক প্রাক্তন পুলিশ কমিশনার

যাঁরা পুলিশকে চালাচ্ছেন তাঁদের সিদ্ধান্তে পুলিশ কাউকে ধরে নি: বিস্ফোরক প্রাক্তন পুলিশ কমিশনার

দুর্গাপুরের সাংবাদিক-নিগ্রহের ২৪ ঘন্টার ভিতর ৬ জনকে গ্রেফতার করল দুর্গাপুর পুলিশ।কিন্তু প্রশ্ন উঠল কোলকাতা পুলিশের দক্ষতা নিয়ে,গোয়েন্দা বিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে।দু দুটো সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটে গেছে কোলকাতার বুকে।কিন্তু দুটো ঘটনারই কোনো অভিযুক্তদের ধরতে এখনো পর্যন্ত অপারক্ কোলকাত পুলিশ বিভাগ।শুধু কোলকাতা নয়,বীরভূম,পূর্ব বর্ধমানের কাটোয়া এবং মুর্শিদাবাদ এর বিভিন্ন যায়গা খবরের শীর্ষে এসেছে সাংবাদিক নিগ্রহের ঘটনার জেরে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নিগ্রহীত হয়েছেন আনন্দবাজার পত্রিকার  ৬ জন সাংবাদিক সোমবার পঞ্চায়েত নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে।শুধু মুর্শিদাবাদ থেকেই নিগৃহীত হয় চার জন সাংবাদিক।এই সব ঘটনাও কি পুলিশ একজনকেও গ্রেফতার করতে পারল না? প্রশ্ন থেকেই যাচ্ছে।
৯ ই এপ্রিলে আলিপুর থেকে অপহৃত মহিলা সাংবাদিককে পুলিশ উদ্ধার করলেও আনন্দবাজারের সাংবাদিক আর্যভট্ট খানকে উদ্ধার করতে পুলিশ যাননি।এমনটাই জানা গেছে।আর্যভট্টের সাথে কথা বলার পরেও পুলিশ কেন সেখানে গেলো না সে নিয়ে প্রশ্ন উঠলে, প্রশ্নটি এড়িয়ে গিয়েছিলেন কোলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সুপ্রতীম সরকার। গোটা ঘটনা নিয়ে পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান,তদন্ত চলছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছ।”অন্যদিকে কোলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায় টানলেন অন্য সুর।তাঁর বক্তব্য,” অন্যত্র পুলিশ ধরতে চেয়েছে, তাই দোষীদের ধরতে পেরেছে। কলকাতায় সেটা চায়নি, তাই ধরতে পারেনি। পুরোটাই তাঁদের সিদ্ধান্তের প্রশ্ন, যাঁরা পুলিশকে চালাচ্ছেন। নিছকই কয়েকটা গ্রেফতারের ভিত্তিতে আমি পুলিশের দক্ষতা মাপব না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!