এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কেন্দ্রকে বড়সড় প্রস্তাব তৃণমূল সংসদের, জেনে নিন বিস্তারিত

এবার কেন্দ্রকে বড়সড় প্রস্তাব তৃণমূল সংসদের, জেনে নিন বিস্তারিত

যেদিন থেকে তিনি লোকসভায় পা রেখেছেন, সেদিন থেকেই নানা বিষয়ে কেন্দ্রীয় সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন। এমনিতেই ভালো বক্তা হিসেবে তার পরিচয় সর্বজনবিদিত। আর বিধায়কের পর লোকসভার সাংসদ হয়ে লোকসভায় গিয়ে রীতিমতো নানা বিষয়ে ঝড় তুলতে দেখা গেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে।

বর্তমানে গোটা দেশজুড়ে লকডাউন চলছে। টানা 21 দিনের পর আবার টানা 19 দিন লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই পরিস্থিতিতে লকডাউন বৃদ্ধি পেলেও আর্থিক প্যাকেজ কেন বাড়ানো হল না, তা নিয়ে সরব হলেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। যেখানে দেশের অর্থমন্ত্রীকে আক্রমণ করে টুইটে সরব হন তিনি।

সূত্রের খবর, এদিন টুইটে মহুয়াদেবী লেখেন, “অর্থমন্ত্রীর জন্য দ্রুত অংকের পাঠ। ইএসআই বাবদ 75 হাজার কোটি, দাবিহীন প্রভিডেন্ট ফান্ড থেকে 40 হাজার কোটি এবং নির্মাণ থেকে যে সেস সরকার তোলে, সেই 35 হাজার কোটি টাকা দিয়ে খুব সহজে দেশের সবচেয়ে গরিব 5 কোটি পরিবারকে অন্তত সাড়ে 7 হাজার টাকা করে সাহায্য করা যেত। এর ফলে আগামী তিন মাস অন্তত 25 কোটি মানুষ ভালো থাকত।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর রীতিমত তথ্য পরিসংখ্যান তুলে ধরে যেভাবে মহুয়া মৈত্র লকডাউনের এই মুহূর্তে আর্থিক প্যাকেজ দেওয়া নিয়ে কেন্দ্রের কাছে দাবি জানালেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে মহুয়া মৈত্র এই টুইট করায় তাকে সমর্থন জানান কংগ্রেস সাংসদ শশী থারুর।

যেখানে মহুয়াদেবীর পোস্টটি রি ট্যুইট করে তাকে ট্যাগ করে এই কংগ্রেস সাংসদ লেখেন, “গরিবদের হাতে বেঁচে থাকার মত টাকা তুলে দেওয়ার জন্য আমার সহকর্মী মহুয়া যে প্রস্তাব দিয়েছেন, তা বেশি আকর্ষণীয়। আমার বিশ্বাস, নির্মলা সীতারামন এই প্রস্তাবটি ভেবে দেখবেন।” বিশেষজ্ঞরা বলছেন, নিঃসন্দেহে মহুয়া মৈত্র তথ্য পরিসংখ্যান তুলে ধরে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য কেন্দ্রকে যে প্রস্তাব দিয়েছেন, তা সাধুবাদযোগ্য। এখন দেখার বিষয়, কেন্দ্র এই ব্যাপারে কতটা পদক্ষেপ গ্রহণ করে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!