এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মমতাকে অপমান করার কারণে এবার বিজেপিকে ক্ষমা চাইতে বললেন অধীর, বাড়ছে জল্পনা!

মমতাকে অপমান করার কারণে এবার বিজেপিকে ক্ষমা চাইতে বললেন অধীর, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ রাজনীতিতে শাসক থেকে শুরু করে বিরোধী নেতারা একে অপরের মুখ দেখতে পারেন না। রাজনৈতিক ময়দানে নামলে একে অপরের বিরুদ্ধে আক্রমণ করতে সুযোগ ছাড়েন না কোনো পক্ষ। কিন্তু রাজনীতিতে আক্রমণ করতে গিয়েই মাঝেমধ্যেই শালীনতার মাত্রা ছাড়িয়ে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আর সেই অশালীন আক্রমণকে কেন্দ্র করেই ময়দানে নেমে পড়ে বিরুদ্ধপক্ষ। যার ফলে সেই মন্তব্যের জন্য সংশ্লিষ্ট দলের বক্তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তোলা হয় প্রশ্ন।

কিন্তু এতদিন বঙ্গ রাজনীতিতে এক পক্ষ আরেকপক্ষকে উদ্দেশ্য করে অশালীন আক্রমণ করলেও, দুই পক্ষের মধ্যেই সেই বিবাদ বজায় থাকত। কিন্তু এবার বিজেপি নেতা অনুপম হাজরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি বিতর্কিত মন্তব্য করার পর ময়দানে নেমে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যার ফলে অধীরবাবু একদিকে যেমন নিজের রাজনৈতিক সৌজন্যতার পরিচয় দিলেন, ঠিক তেমনই বিজেপি বিরোধিতার সুরকেও আরও বেশি করে চওড়া করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, সম্প্রতি বারুইপুরে একটি সভা করতে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। আর সেখানেই স্বাস্থ্যবিধি না মানা নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তার পরিপ্রেক্ষিতে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন এই বিজেপি নেতা। তিনি বলেন, “বিজেপি নেতা কর্মীরা করোনার চেয়ে অনেক বড় ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই করোনায় আমাদের কিছুই হবে না। আমি তো ঠিক করে নিয়েছি, আমার করোনা হলে প্রথমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব।” স্বভাবতই একজন বিজেপি নেতার মুখ থেকে মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য সামনে আশায় রীতিমত সমালোচনার ঝড় উঠতে শুরু করে গোটা রাজ্যজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, রাজনীতিতে আক্রমণ থাকবে। কিন্তু তাই বলে কেন এই ধরনের আক্রমণে অশালীন মন্তব্য করা হবে বিরোধী দলের নেতা নেত্রীকে! ইতিমধ্যেই এই ব্যাপারে অনুপম হাজরার বিরুদ্ধে সরব হয়ে মামলা করেছে তৃণমূলের উদ্বাস্তু সেল। আর এই পরিস্থিতিতে এবার রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি বিরোধী হলেও, অনুপম হাজরার এই মন্তব্যের বিরোধিতা করে সরব হলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমার হাজার অভিযোগ আছে এবং থাকবে। অভিযোগ ব্যক্ত করার অধিকার আমার আছে। কিন্তু তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করার কোনো অধিকার আমার নেই। একজন মহিলার প্রতি বিজেপি নেতার অশালীন মন্তব্য বাংলা তথা ভারতীয় সংস্কৃতির অপমান বলে মনে করি। প্রাক্তন তৃণমূল সাংসদ দিদিকে দেবী বলতেন। তার দয়ায় সাংসদ হয়েছিলেন। বিজেপি পার্টি ক্ষমা চাও। বাংলায় এসব চলবে না।” অর্থাৎ অধীরবাবু নিজের এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে, রাজনৈতিক ভাবে তার সাথে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতা থাকলেও, সৌজন্যতার খাতিরে সেই বিরোধীপক্ষকে যদি কেউ অশ্লীল আক্রমণ করে, তাহলে তাকে আক্রমণ করতে তিনি পিছপা হবেন না।

বিশেষজ্ঞরা বলছেন, অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যের মধ্যে দিয়ে একদিকে যেমন তার  রাজনৈতিক  সৌজন্যতার  পরিচয়  পাওয়া গেল, ঠিক তেমনই বিজেপির বিরুদ্ধে আরও বেশি করে সরব হয়ে  নিজেদের  দলকে  বাংলার  মাটিতে  বিজেপি বিরোধীতার অন্যতম প্রতীক হিসেবে প্রমাণ করার চেষ্টা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি।সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করার পর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কটাক্ষের মুখে পড়ে আরও কোণঠাসা হয়ে গেলেন বিজেপির অনুপম হাজরা বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!