আর্থিক দুর্নীতি নিয়ে স্মারকলিপি, তৃণমূলের হাতে সিপিএমের নিগৃহীত হওয়ার অভিযোগ বিশেষ খবর রাজ্য November 25, 2017 আর্থিক দুর্নীতি নিয়ে স্মারকলিপি দিতে গিয়ে ফের সিপিএমের লোকেদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের একদল নেতা-কর্মীর বিরুদ্ধে। সিপিএমের দখলে থাকা পঞ্চায়েত অফিসেরও ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের নেতা-কর্মীর বিরুদ্ধে। গত শুক্রবার দুপুরে মাটিগাড়া থানার আঠারোখাই পঞ্চায়েত দফতরে পুলিশের সামনেই পঞ্চায়েত অফিসের সিসিটিভি ক্যামেরা ও দরজা ভেঙে উপপ্রধান-সহ তিন পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে বলে সিপিএমের অভিযোগ। একই সঙ্গে দুপুর ১টা থেকে রাত ৮টা অবধি দীর্ঘক্ষণ পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে রাখেন তাঁরা বলেও অভিযোগ। এক জখম পঞ্চায়েত সদস্য, উত্তম ঘোষকে সেবক রোডের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে, তাঁর মাথায় চোট রয়েছে। ঘটনার প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছে সিপিএম। শাসকদলের তরফে অবশ্য সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। ধাক্কাধাক্কি করতে গিয়ে নিজেই পড়ে গিয়ে ওই পঞ্চায়েত সদস্য চোট পেয়েছেন বলেও শাসক দলের নেতাদের দাবি। আপনার মতামত জানান -