এখন পড়ছেন
হোম > রাজনীতি > শতাধিক পৌরসভার ভোটেও কি কেন্দ্রীয় বাহিনী? জেনে নিন হাইকোর্টের নির্দেশ!

শতাধিক পৌরসভার ভোটেও কি কেন্দ্রীয় বাহিনী? জেনে নিন হাইকোর্টের নির্দেশ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108 টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক। কিন্তু এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। তবে এই পরিস্থিতিতে রাজ্যের 108 টি পৌরসভার নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে কিনা, তার ব্যাপারে নির্বাচন কমিশনের ওপরেই সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিল কলকাতা হাইকোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টে এই মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যেখানে 24 ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা হবে কিনা, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে আদালত। বিশেষজ্ঞরা বলছেন, এর আগেও চার পৌরনিগমের ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়নি। আর এই পরিস্থিতিতে আগামী 27 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কমিশনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!