বিজেপি রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষের ‘অপসারণ’ কি এখন সময়ের অপেক্ষা? বিশেষ খবর রাজ্য January 28, 2018 বর্তমানে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, হয়েছে অস্ত্রোপ্রচার। কিন্তু তাঁর শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতিতে তাঁকে হয়তো রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সূত্রের খবর – ১. আগামী সোমবার দিলীপবাবুকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে ২. কিন্তু আগামী একমাস তাঁকে সম্পূর্ণ ‘বেড রেস্ট’ এর পরামর্শ দিতে পারেন চিকিৎসকরা ৩. তারপরেও তাঁকে ‘দৌড়ঝাঁপের’ জীবন থেকে সরে আসতে হতে পারে ৪. চালাতে পারবেন না বাইকও ৫. নিয়মিত ফিজিওথেরাপি ও বেশ কিছু বিধিনিষেধের মধ্যে থাকতে হতে পারে তাঁকে আর তাই সব মিলিয়ে, আগের মত রাজ্যের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত চোষে ফেলার জায়গায় থাকবেন না তিনি। ফলে সূত্রের খবর তাঁকে রাজ্যে কোনো সাম্মানিক পদ দিয়ে, তাঁর জায়গায় শীঘ্রই দেখা যেতে পারে নতুন রাজ্য সভাপতি। আপনার মতামত জানান -