এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি

মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বঙ্গ সফরে এসেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। গতকাল ফুরফুরা শরীফে গিয়ে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। সাংবাদিক বৈঠকে তিনি আব্বাস সিদ্দিকর পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে, তিনি আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করবেন কিনা? সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে তিনি কিছু জানেন নি। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষভাবে কটাক্ষ করলেন তিনি।

বিহারের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু-অধ্যুষিত ২০ টি আসনের প্রার্থী দিয়ে মোট ৫ টি আসনে জয়লাভ করেছিল এআইএমআইএম। আবার বেশকিছু আসনে সংখ্যালঘু ভোট কেটে নিয়ে মহাজোটের জয়ের পথে কাঁটা বিছিয়ে ছিল এআইএমআইএম। বিহারের নির্বাচনের এই সাফল্যের পর পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা জানান আসাদউদ্দিন ওয়েইসি।

তাঁর এই ঘোষণার পরেই রাজ্যের শাসক দল তৃণমূল এআইএমআইএমকে তীব্রভাবে কটাক্ষ করতে শুরু করে। শাসকদলের দাবি সংখ্যালঘু ভোট কেটে নিয়ে বিজেপির সুবিধা করে দেবে মিম। এ কারণে মিমকে বিজেপির বি-পার্টি বলে কটাক্ষ করতে শুরু করে তৃণমূল। মুখ্যমন্ত্রীকে এর পাল্টা জবাব দিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আসাদউদ্দিন ওয়েইসি জানালেন যে, মুখ্যমন্ত্রীর উচিত অন্যের সংগঠনের ওপর দোষারোপ না করে নিজের দিকটা আগে দেখা। তিনি জানান গত লোকসভা নির্বাচনের মিম যোগদান করেনি, তাহলে বিজেপি কিভাবে রাজ্যে ১৮ টি লোকসভা আসন জয়লাভ করলো? তা একবার ভেবে দেখা দরকার আছে শাসকদলের।

মুখ্যমন্ত্রী কটাক্ষ করে আসাদউদ্দিন ওয়েইসি জানালেন যে, মুখ্যমন্ত্রী ভুলভাল বকছেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে এরকম মন্তব্য করা কখনোই উচিত নয়, বলে জানালেন। তিনি আরও জানালেন যে, মুখ্যমন্ত্রীর খারাপ সময়ে যারা মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন, আজ তারাই মুখ্যমন্ত্রীকে ছেড়ে অন্য দলে চলে গেছেন। লোকসভা নির্বাচনে বিজেপি কিভাবে এতো আসন পেলো? সে বিষয়ে চিন্তা করা উচিত বলে জানালেন তিনি। সেই সঙ্গে তিনি জানালেন যে, তৃনমূল সদস্যরা কেন দল ছেড়ে চলে যাচ্ছেন, সে বিষয় নিয়েও চিন্তাভাবনা করা উচিত।

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি জানালেন, মিম হলো একটি রাজনৈতিক দল। আগামী বিধানসভা নির্বাচনে নিজেদের উপস্থিতি প্রমাণ করবে এই দল। তিনি জানালেন যে, তিনি তিনি হচ্ছেন রাজনীতি লয়লা, মজনু অনেক আছে। কিন্তু তাতে কিছু এসে যায়না। বিহারের বিধানসভা নির্বাচনে কুড়িটি আসনে প্রার্থী পাঁচটি আসনে জয়লাভ করেছে মিম। পশ্চিমবঙ্গেও তাঁর দল লড়াই করবে বলে জানালেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!