এখন পড়ছেন
হোম > রাজ্য > নোয়াপাড়া আর উলুবেড়িয়া উপনির্বাচন- আপডেট সকাল 10:00

নোয়াপাড়া আর উলুবেড়িয়া উপনির্বাচন- আপডেট সকাল 10:00

আজ শুরু হয়েছে নোয়াপাড়া আর উলুবেড়িয়া উপনির্বাচন।নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।কিন্তু তা স্বত্তেও নির্বাচন শুরু হতেই তপ্ত হয়েছে নোয়াপাড়া আর উলুবেড়িয়া।

নোয়াপাড়া : সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। এদিকে আবার শ্যামনগরের ব্রহ্মময়ী স্কুলে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ উঠেছে।তৃণমূল প্রার্থী সুনীল সিং ভোট দিয়ে জানান যে উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন৷ স্বাভাবিকভাবেই বিরোধীদের আনা সন্ত্রাসের অভিযোগ তিনি অস্বীকার করেছেন৷

উলুবেড়িয়া : খলিশানির ১৭৬/৪ নম্বর বুথে খারাপ EVM, এখনও শুরু হয়নি ভোটগ্রহণ।পাশাপাশি ২৩১ নম্বর বুথে ও EVM মেশিন খারাপ হয়ে যাওয়ায় বন্ধ ভোটগ্রহণ। অন্যদিকে অভিযোগ উঠেছে যে
তৃণমূল কর্মীরা কংগ্রেস এজেন্টদের ঢুকতে দিচ্ছে না উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কাঁটাখালি প্রাইমারি স্কুলে। তাছাড়া আমতা বিধানসভা কেন্দ্রের ৮২, ৮৩ নম্বর বুথ থেকে বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ।এছাড়াও গারুলিয়া পুরসভার বিপিনবিহারী গাঙ্গুলি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন কমিশনের ক্যামারাম্যানদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে৷বেশ কয়েকটি বুথের বাইরে ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!