এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়কে নাম না করে সরাসরি ‘চোর’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুকুল রায়কে নাম না করে সরাসরি ‘চোর’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কয়েক বছর আগে যখন সারদা কেলেঙ্কারি নিয়ে তোলপাড় চলছে রাজ্য-রাজনীতি, রাজনৈতিক মহলে গুঞ্জন এরপর কাকে ডাকবে সিবিআই বা কার জেলযাত্রার পথ ‘সুগম’ হতে চলেছে। বিজেপির নেতারা প্রকাশ্য জনসভা থেকে আওয়াজ তুলছেন – ভাগ মদন ভাগ, ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ! সেইসময় দলীয় নেতাদের পাশে দাঁড়িয়ে প্রকাশ্য জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন – কুণাল চোর, মদন চোর, টুম্পাই চোর, মুকুল চোর, আমি চোর?

আর গতকাল হাওড়ার ডুমুরজলায় ছাত্র-যুব সম্মেলন থেকে বর্তমানে রাজ্যের অন্যতম বিরোধী মুখ বিজেপি নেতা মুকুল রায়কে নিশানা করে তীব্র কটাক্ষ করলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে মুকুল রায়ের নাম না নিয়ে ইঙ্গিতবাহী ভাবে তিনি বলেন, লুকিয়ে লুকিয়ে কাউকে কাউকে ফোন করে জানি, টাকার লোভ দেখায়। এত চোর হয়ে গিয়েছে! আমার ধারণা ছিল না যে ও এত চোর! ওই ‘মীরজাফরের’ থেকে সাবধানে থাকতে হবে। ও দল ছাড়ায় তৃণমূল বেঁচে গিয়েছে। আর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর এহেন অভিযোগের প্রতিক্রিয়ায় মুকুল রায় জানান, আমি চোর, প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। যাঁকে সততার প্রতীক বলে জানতাম, তিনি বাংলার এমন সর্বনাশ করে ছাড়বেন, এটাও আমার ধারণা ছিল না!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!