এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিরপেক্ষ হীনতার অভিযোগ করেছেন বারবার মুখ্যমন্ত্রী। আজ নির্বাচন সমাপ্ত হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, নির্বাচনে শেষ হলে তিনি সুপ্রিমকোর্টে যাবেন, নিরপেক্ষ ভোট করার দাবি জানাবেন।

আজ বোলপুরে এক কর্মীসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে তিনি জানিয়েছেন, ভোট শেষে নিরপেক্ষ ভোট করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি। তিনি অভিযোগ করেছেন, বিজেপি যেটা বলেছে, সেটাই করেছে নির্বাচন কমিশন। তিন  পর্যবেক্ষকের বিরুদ্ধেও তিনি সরব হয়েছেন।

বোলপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগের দিন তৃণমূল কর্মীদের আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল কর্মীদের গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে। পর্যবেক্ষকদের চ্যাট থেকে এই গোপন তথ্য সামনে এসেছে। তিনি অভিযোগ করেছেন, বেছে বেছে তৃণমূলের নেতাকর্মীদের আটকে রাখা হয়েছিল। পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এই তথ্য সামনে এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাঁর অভিযোগ, জগদ্দল, কাঁচরাপাড়াতে নিরপেক্ষভাবে ভোট হতে পারেনি। অন্যদিকে তৃণমূল অভিযোগ করেছে যে, আজ বোলপুরে মুখ্যমন্ত্রীর সফরের আগেই তৃণমূলের পতাকা, ফেস্টুন, ব্যানার খুলে পুড়িয়ে দিয়েছে বিজেপি।

তৃণমূলের অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে শান্তিনিকেতন থানা এলাকার সুভাষ পল্লীতে তৃণমূলের পতাকা,ফেস্টুন, ব্যানার খুলে পুড়িয়ে দিয়েছে বিজেপি। তবে, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। জনৈক বিজেপি কর্মী এ প্রসঙ্গে জানিয়েছেন যে, তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তৃণমূলের লোকেরাই নিজেদের পতাকা পুড়িয়ে দিয়েছে। ক্ষমতায় যে থাকবে না, সেটা বুঝে গেছে তৃণমূল। তাই এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!