এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভায় গেরুয়া ঝড় নিশ্চিত করতে ক্রমশ দরাজ হস্ত মোদী! ঘোষণা আরও 900 কোটি টাকার প্রকল্পের!

বিধানসভায় গেরুয়া ঝড় নিশ্চিত করতে ক্রমশ দরাজ হস্ত মোদী! ঘোষণা আরও 900 কোটি টাকার প্রকল্পের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট: কথায় আছে, ভোট বড় বালাই। ভোট আসলেই রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা আরও বেশি করে মানুষের কাছে আসতে শুরু করেন। আর ক্ষমতাসীন দল মানুষের সমর্থন পাওয়ার জন্য শুরু করে দেয় নির্বাচনী চমক। যেখানে উন্নয়নমূলক প্রকল্প ঘোষণার পাশাপাশি সাধারণ মানুষকে আরও সুবিধা দেওয়ার উদ্যোগ নেয় বিভিন্ন রাজনৈতিক দল। সামনেই বিহার বিধানসভার নির্বাচন। আর তার আগে এবার উন্নয়ন প্রকল্পের মধ্যে দিয়ে সেখানকার মানুষের মন জয় করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এবার বিহারে পেট্রোলিয়াম প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। যার আর্থিক মূল্য প্রায় 900 কোটি টাকা।

জানা গেছে, এদিন দিল্লি থেকে প্রধানমন্ত্রীর অফিসে ভার্চুয়াল সভার মাধ্যমে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়। যার মধ্যে রয়েছে, দুর্গাপুর বাঁকা বিভাগের পারদ্বীপ-হলদিয়া-দুর্গাপুর প্রকল্পের সম্প্রসারণ, বাঁকা এবং চম্পারনের এলপিজি বটলিংয়ের দুটি কারখানা।কিন্তু এই প্রকল্পের মধ্যে দিয়ে ঠিক কী কী সুবিধা পাবেন বিহারের মানুষ? জানা গেছে, এই দুটি কারখানা থেকে বিহারের পাশাপাশি ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশের একাধিক জেলার জন্য সিলিন্ডার ভর্তি করার সুযোগ পাওয়া যাবে। এদিনেই ব্যাপক আর্থিক প্রকল্পের উদ্বোধন করে বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেদের দলের ভাবমূর্তি আরও বেশি করে জনদরদি করতে চাইলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রকল্পের উদ্বোধন পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বিহারের পরিকাঠামো উন্নয়নে কোনদিনই জোর দেওয়া হয়নি। বরঞ্চ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে উন্নয়ন করা হত। কোনো দিন কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদ বা মানবসম্পদ উন্নয়ন করা হয়নি। কিন্তু সে সব এখন অতীত। নয়া ভারত, নয়া বিহারের কান্ডারী নীতীশ কুমার। গত 15 বছর ধরে বিহারের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বিজেপিও সেই উন্নয়নের সঙ্গী। আগে এক প্রজন্ম কোনো প্রকল্পের উদ্বোধনের সাক্ষী থাকত তো পরের প্রজন্ম সেই প্রকল্পের কাজ শেষ হতে দেখত। কিন্তু নতুন ভারত, নতুন বিহার দ্রুত উন্নয়নে বিশ্বাসী।”

বিশেষজ্ঞরা বলছেন, এই কথা বলে নির্বাচনের দামামা যেমন বাজিয়ে দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তেমনই নিজেদের কল্পতরু ভাবমূর্তিকে সামনে এনে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করে বিহারে আবার পুনর্বার নিতিশ কুমার ও তাদের এনডিএ জোটকে ক্ষমতায় আনার আবেদন জানালেন তিনি। এখন বিহার বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের পক্ষ থেকে ব্যাপক উন্নয়নের উদ্বোধন হাওয়ায় ভোটবাক্সে এর কতটা প্রভাব পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!