এখন পড়ছেন
হোম > অন্যান্য > সংক্রমণের সংখ্যা বাড়লেও ভরসা যোগাচ্ছে বাংলায় করোনায় সুস্থতার হার! তবে চিন্তা বাড়াচ্ছে ৬ জেলা

সংক্রমণের সংখ্যা বাড়লেও ভরসা যোগাচ্ছে বাংলায় করোনায় সুস্থতার হার! তবে চিন্তা বাড়াচ্ছে ৬ জেলা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা যেন যাব যাব করেও যাচ্ছে না। ফলত মানুষ স্বস্তি পেয়েও পাচ্ছেন না। আর ধীরে ধীরে সেইসঙ্গে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও দেশের ৬ টি রাজ্যকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রক। তবে সেই তুলনায় বাংলার ৬ জেলাকে নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। করোনার চেন ভাঙ্গা হয়েছে বলে দাবি করা হলেও করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে নিত্য নতুন রেকর্ড গড়ছে, সেই কথা যে কতটা বিশ্বাসযোগ্য একথা নিয়ে সন্দেহ তুলেছেন অনেকে। তবে বলা হচ্ছিল করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। তাই ভবিষ্যতে হয়তো তা খানিকটা সুরক্ষা দেবে। সেই সঙ্গে মানুষের মনোবল বাড়ানো হলেও মানুষ জয় করতে পারবে অনেকাংশেই এই করোনা রোগকে।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৭ জন। যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫১৪ জন। তবে এই সংখ্যাটা আগের তুলনায় কম বলেই জানা গেছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫০৭ জন। এই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর। এই চার জেলায় একদিনে করোনা আক্রান্ত যথাক্রমে ২১৯, ২১৮, ১৭০ এবং ১৫৩ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৫ হাজার ১৩৭ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্যে করোনাতে একদিনে মৃত্যু হয়েছে ৬১ জনের। তার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেই মারা গেছেন ১৫ ও ১৬ জন। বাংলায় এখনও পর্যন্ত ৪ হাজার ৩৫৯৫ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে রাজ্যে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৪ হাজার ৮০৬জন। ফলে বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৫৮ জন মানুষ। ফলে রাজ্যে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯৫ হাজার ৯৭২ জন। ফলে সুস্থতার হার ৮৭.০৫ শতাংশ।

এরই সঙ্গে করোনা থেকে বাঁচতে লকডাউন, সোশ্যাল ডিসটেন্সিং মেনে চলার পাশাপাশি ট্রেসিং, ট্র্যাকিং ও টেস্টিংয়ের মাধ্যমে দ্রুত করোনা রোগীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে সরকার। কারণ তাদের উদ্দেশ্য দ্রুত আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা। তাই রোজই অল্প অল্প করে বাড়ছে টেস্টিংয়ের সংখ্যা। জানা গেছে, এদিন করোনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৬৫৬ জনের। ফলে এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ২৭ লক্ষ ৯০ হাজার ৫১৮ জনের। তবে রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেলেও ঊর্ধ্বমুখী সুস্থতার হারও এরই মধ্যে অনেকটা স্বস্তি দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!