এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জল্পনা-কল্পনার অবসান! বিজেপি থেকে আসা নেতার নির্দেশেই চলার নির্দেশ তৃণমূলের শীর্ষনেতৃত্বের

জল্পনা-কল্পনার অবসান! বিজেপি থেকে আসা নেতার নির্দেশেই চলার নির্দেশ তৃণমূলের শীর্ষনেতৃত্বের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলতেন বিপ্লব মিত্র। কিন্তু গত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষকে প্রার্থী করার পরেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে সেই বিপ্লব মিত্রের। যার পরবর্তী সময়ে কালে লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষকে জেতানোর দায়িত্ব তার উপর থাকলেও, বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয় না পাওয়ার পর বিপ্লব মিত্রকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এরপরেই অর্পিতা ঘোষকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়ার পর সেই বিপ্লব মিত্র যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। তবে বিজেপিতে যোগ দিয়েও তেমনভাবে কোনো লাভ করতে পারেননি দক্ষিণ দিনাজপুর জেলার এই হেভিওয়েট নেতা। পরবর্তীতে কিছুদিন আগে আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে দেখা যায় তাকে।

কিন্তু বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও, তাকে দলের কোন জায়গা দেওয়া হবে, তা নিয়ে বিস্তর গুঞ্জন ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা রাজনীতিতে। বর্তমানে অর্পিতা ঘোষকে সরিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের নতুন সভাপতি করা হয়েছে গৌতম দাসকে। অন্যদিকে চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তীকে। আর কিছুদিনের মধ্যেই নতুন জেলা কমিটি তৈরি হবে বলে জল্পনা ছড়িয়েছে। আর এমত পরিস্থিতিতে এককালে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের সংগঠনের শেষ কথা বলা বিপ্লব মিত্রর সাথে কথা বলেই জেলায় সংগঠন পরিচালনার জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, শনিবার কলকাতায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের একটি বৈঠক হয়। যেখানে রাজ্যের তরফে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় সহ জেলার দায়িত্বে থাকা প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা। জানা গেছে, এদিনের বৈঠকে জেলায় আর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে রাজ্যের তরফে জানানো হয়েছে।

শুধু তাই নয়, আগামী বিধানসভা নির্বাচনের আগে কিছুদিন আগেই বিজেপি থেকে তৃণমূল ফিরে আসা বিপ্লব মিত্রের সঙ্গে পরামর্শ করেই জেলা তৃণমূল নেতৃত্বকে সকল কাজ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 2021 এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় ভালো ফল করতে এখন থেকেই যে বিপ্লব মিত্রকে কাজে লাগানোর প্রক্রিয়া শুরু করে দিল তৃণমূল কংগ্রেস, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, একথা অত্যন্ত সত্য যে, দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম থেকেই তৃণমূলের সংগঠন ধরেছিলেন এই বিপ্লব মিত্র। তাঁর হাত ধরেই তৃণমূল কংগ্রেস জেলায় একের পর এক সাফল্য পেয়েছে। তাই তিনি বিজেপিতে চলে যাওয়ার পর তেমনভাবে কোনো প্রভাব ফেলতে না পারলেও, তিনি তৃণমূল কংগ্রেসে আবার যোগ দেওয়ার পর তার অনুগামীরা উজ্জীবিত হয়েছেন। তাই সেই বিপ্লব মিত্রকে কাজে লাগিয়ে তার অনুগামীদের আরও বেশি করে দলের সঙ্গে যুক্ত করতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখন বর্তমান জেলা নেতৃত্বের কাছে বিপ্লব মিত্রের সঙ্গে পরামর্শ করে সকল কাজ করার কথা বলা হল বলে দাবি একাংশের।

তাহলে কি জেলার সংগঠনে আবার গুরুত্বপূর্ণ জায়গা পেতে চলেছেন বিজেপি থেকে আসা বিপ্লব মিত্র? এদিন এই প্রসঙ্গে বিপ্লববাবুকে ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।তবে এই ব্যাপারে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর ললিতা টিগ্গা বলেন, “বিপ্লবদা দীর্ঘদিন ধরে দল করেছেন। তৃণমূলে ফেরার পর তাকে কি পদ দেওয়া হবে, তা নেতৃত্ব দেখছে। আমাদের শুধু নির্দেশ দেওয়া হয়েছে বিপ্লবদার সঙ্গে আলোচনা করে কাজ করার জন্য। রাজ্যের তরফে যেমন নির্দেশ আমাদের দেওয়া হয়েছে, আমরা সেই মতই কাজ করব।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যে পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, বিপ্লব মিত্রের একটা শক্ত ভোটব্যাঙ্ক দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে। তাই তিনি তৃণমূলের ফিরে আসায় তার অনুগামীরা এতদিন যেভাবে বসেছিলেন, তারা আবার নতুন করে উজ্জীবিত হতে শুরু করেছেন। তাই বিপ্লব মিত্রকে কাজে লাগিয়ে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস আরও বেশি করে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি বিরুদ্ধে ময়দানে নামতে উদ্যোগী হবে বলেই মত বিশেষজ্ঞদের। তবে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জেলা নেতৃত্বকে বিপ্লব মিত্রের সঙ্গে আলোচনা করে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হলেও, জেলা নেতৃত্বের পক্ষ থেকে এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!