এখন পড়ছেন
হোম > রাজনীতি > ফের তল্লাশি অভিযান শুরু ইডির, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী! চাপ বাড়ছে রাঘববোয়ালদের?

ফের তল্লাশি অভিযান শুরু ইডির, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী! চাপ বাড়ছে রাঘববোয়ালদের?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বর্তমানে প্রায় প্রতিদিন সকালে উঠেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একের পর এক জায়গায় তল্লাশির খবর সামনে আসছে। কোনো সময় মন্ত্রী বিধায়কদের বাড়ি, আবার কোনো সময় কোনো অফিস। ইডি, সিবিআইয়ের ম্যারাথন তল্লাশিতে চাপ বাড়ছে রাঘববোয়ালদের। আর এই পরিস্থিতিতে আজ নদীয়ার বেশ কিছু জায়গায় তল্লাশি শুরু করলো ইডি আধিকারিকরা। যেখানে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়েই তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছে। যা দেখে একাংশ বলছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার হাত খুলে খেলতে শুরু করেছে। কারণ তাদের দ্রুত তদন্ত শেষ করতে হবে। যে কারণেই তাদের যেখানে যেখানে প্রয়োজন, তারা সেখানে প্রতিদিন তল্লাশি করে প্রয়োজনীয় নথি উদ্ধার করতে তৎপর হয়েছে। আর যত তাড়াতাড়ি তারা এই কাজ সম্পন্ন করবে, তারপরেই হেভিওয়েটদের গ্রেপ্তারির পালা শুরু হবে বলেই দাবি একাংশের।

প্রসঙ্গত, আজ নদীয়ার প্রায় তিন থেকে চারটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি আধিকারিকরা। ধুবুলিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর সহ একাধিক জায়গায় একাধিক বাড়িতে তারা তল্লাশি করে। যার মধ্যে বেশ কিছু রাইস মিল এবং রেশন দোকান রয়েছে বলেও খবর। তবে এই তল্লাশি কি পৌর নিয়োগ দুর্নীতির কারণে? নাকি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে! নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে! তা নিয়ে চর্চা ক্রমশ বাড়ছে।বিরোধীদের দাবি, একদিকে রাঘববোয়ালদের বাড়িতে তল্লাশি এবং অন্যদিকে এবার জেলায় জেলায় প্রবেশ করতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যার ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, দুর্নীতির রহস্য ভেদ করতে ইডি আর সময় নষ্ট করতে চাইছেন না। এবার তারা হাত খুলে খেলতে শুরু করেছেন। তাই যেখানে প্রয়োজন, সেখানেই তারা সকাল থেকে ভিজিট করছেন। প্রয়োজনীয় নথি উদ্ধার করে তা তদন্তের জন্য ব্যবহার করার কাজে লাগাচ্ছেন। আর এর ফলেই আগামী দিন অনেক রাঘব বোয়ালরা চাপে পড়বেন। সততার প্রতীক বলে দাবি করা নেতারা জেরবার হবেন বলেই দাবি বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় তল্লাশি শুরু হয়েছে। একাধিক মন্ত্রী, বিধায়কদের বাড়িতেও পৌঁছে গিয়েছিল ইডি, সিবিআই আধিকারিকরা। যা নিয়ে শাসক দল অনেক প্রশ্ন করেছে। কারণ তারা চাপে ছিল। তারা জানে, তারা দুর্নীতি করেছে। তাই এই তদন্তে তারা ভয় পেয়ে গিয়েছে বলেই দাবি একাংশের। তবে এই পরিস্থিতিতে সাত সকালে নদীয়ার বেশ কিছু জায়গায় ইডি যেভাবে ম্যারাথন তল্লাশি শুরু করেছে, তাতে অনেকের ঘুম উড়বে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!