এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যপাল ও সরকারের মধ্যে তীব্র হল বিরোধ, সরাসরি সংসদে আলোচনা চায় তৃণমূল

রাজ্যপাল ও সরকারের মধ্যে তীব্র হল বিরোধ, সরাসরি সংসদে আলোচনা চায় তৃণমূল

ফের আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সংঘাত বাঁধলো।আগে বসিরহাট কাণ্ডের সময়, বলেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে রাজ্যপাল বকলমে কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছেন।এদিন অবশ্য একটি অন্য বিষয় নিয়ে জলঘোলা হয়েছে। জানা গেছে অতিরিক্ত মুখ্যসচিব রাজ্যপালের অফিস থেকে একটি চিঠি লিখেছিলেন মালদহের ডিভিশনাল কমিশনারকে।চিঠিতে বলা হয় কেশরীনাথ ত্রিপাঠী জেলা ও সীমান্তবর্তী এলাকায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প, আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করতে চান। আর এই নিয়েই লোকসভা ও রাজ্যসভায় তুলকালাম করে তৃণমূল সাংসদেরা,নোটিস দিয়ে মুলতুবি প্রস্তাব এনে রাজ্যপালকে নিয়ে আলোচনার দাবি জানালেন। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলে দেন, রাজ্যপালকে নিয়ে এখানে এভাবে আলোচনা করা যায় না।তাই আলোচনার প্রস্তাব গ্রহণ করা হয়নি।সাংসদ দীনেশ ত্রিবেদী এদিন অভিযোগ করেন যে, ”রাজ্যপাল যেন সুপার চিফ মিনিস্টারের মতো কাজ করছেন।”ফলে ফের একবার সংঘাত বাঁধলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!