এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় সভায় ডাক পাচ্ছেন না অনেক হেভিওয়েট, হুগলি নিয়ে মাথাব্যথা বাড়লো তৃণমূলের

দলীয় সভায় ডাক পাচ্ছেন না অনেক হেভিওয়েট, হুগলি নিয়ে মাথাব্যথা বাড়লো তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূল যখন নিজের সংগঠনকে মজবুত করতে বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময়ই দলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর প্রকাশ্যে চলে আসছে বারবার। হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রোজকার বিষয় হয়ে পড়েছে। বারবার গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসায়, এ বিষয়ে শেষপর্যন্ত হস্তক্ষেপ করে তৃণমূলের শীর্ষনেতৃত্ব। কিন্তু এরপরও গতকাল রবিবার দলীয় নেতৃত্বের কোপে কর্মীসভায় আমন্ত্রণ পান নি তৃণমূল দলের দুই প্রভাবশালী নেতা। ক্ষুব্ধ এই দুই নেতা প্রকাশ্যেই বিধায়ক বেচারাম মান্নার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন।

গতকাল রবিবার হরিপালে এক বিশেষ কর্মীসভার আয়োজন করেছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। অভিযোগ উঠেছে, গতকালের এই সভায় ডাক পাননি শাসকদলের দুই প্রভাবশালী নেতা। যাদের মধ্যে একজন হলেন জেলা পরিষদের প্রাক্তন প্রধান, অপরজন জেলা পরিষদ সদস্য। কিন্তু কিছুদিন আগেই আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত কর্মী সভায় ডাক পেয়েছিলেন ও সেখানে উপস্থিতও ছিলেন তাঁরা। সেই কর্মীসভাতে তৃণমূল দলের সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত, বুথ স্তরীয় কর্মীরা পর্যন্ত সকলে উপস্থিত ছিলেন।

গতকালের এই কর্মীসভায় ডাক না মেলায় হরিপালের বিধায়ক বেচারাম মান্নার বিরুদ্ধে তীব্রভাবে সরব হলেন তৃণমূলের এই দুই হেভিওয়েট। নেতাদের অভিযোগ, আম্ফান দুর্নীতি নিয়ে তাঁরা দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এ কারণেই তাঁদের গুরুত্বহীন করে দেয়া হলো দলে। প্রসঙ্গত আম্ফান ঝড়ের পর আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে অর্থ দেওয়া হয়েছিল।

ঝড়ে ক্ষতিগ্রস্তদের অর্থ দানে চূড়ান্ত অনিয়ম করে সেই অর্থ নয়ছয় করেছে রাজ্য সরকার। এমন অভিযোগ বিজেপি করেছে একাধিকবার। এর ফলে জেলায় জেলায় বিক্ষোভ দেখা গেছে। এই তৃণমূল নেতারা বিজেপির সুরে সুর মিলিয়ে শাসকদলের বিরুদ্ধে আম্পান দুর্নীতি নিয়ে তীব্রভাবে সরব হয়েছিলেন। তাঁদের অভিযোগ, দুর্নীতির প্রতিবাদ করাতেই দলে তাঁদের কোণঠাসা করে রাখা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন শাসক দলের একাধিক বিধায়ক। বেচারাম মান্না, অপরূপা পোদ্দার প্রমুখরা জেলা সভাপতির বিরুদ্ধে তীব্রভাবে সকলের সমক্ষে অভিযোগ করেছেন। জেলা সভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে তাদের অভিযোগ, জেলা সভাপতি দিলীপ যাদব জেলার বিধায়ক, সাংসদদের না জানিয়েই সংশ্লিষ্ট এলাকায় একাধিক দলীয় কর্মসূচি, কর্মীসভার আয়োজন করেছেন। যা নিয়ে তীব্র বিরোধিতা করে জনসমক্ষে অভিযোগ করেন অপরূপা পোদ্দার।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হুগলি জেলায় দলের অন্তর্দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। যার ফলে উদ্বেগ বাড়ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। হুগলি জেলার অন্তর্দ্বন্দ্ব, অসন্তোষের কথা জানতে পেরে তৃণমূলের শীর্ষনেতৃত্ব কড়াভাবে দলের অন্তর্দ্বন্দ্ব দূর করে ফেলার নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে তিনি জেলা সভাপতির বিরুদ্ধে আর তেমনভাবে সরব হতে দেখা যায়নি অপরুপা পোদ্দারকে। তবে, হাজার চেষ্টা করেও হুগলির অন্তর্দ্বন্দ্ব কিছুতেই রোধ করা যাচ্ছে না। প্রতিদিনই প্রকাশ্যে চলে আসছে হুগলির অন্তর্দ্বন্দ্ব। আগামী ২০২১ এর নির্বাচনে হুগলি জেলায় শাসকদলের এই অন্তর্দ্বন্দ্বের ফলে যথেষ্ট বিপাকে পড়তে পারে শাসকদল তৃণমূল, এমনটাই মত বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!