পঞ্চায়েতে জিততে স্মার্টফোন আর হাসপাতালের কথা তুলে প্রচার জমিয়ে দিলেন মুকুল রায় রাজ্য May 5, 2018 দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী প্রচারে অংশ গ্রহণ করে বিজেপি নেতা মুকুল রায় এলাকার সাধারন মানুষ সহ দলের স্থানীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে জয়লাভের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠলো। জানা গিয়েছে এদিন মুকুল বাবু এলাকাবাসীকে প্রস্তাব দেন ভোটে জেতালেই দেওয়া হবে একটি করে স্মার্টফোন। শুধু তাই নয় এলাকায় গড়ে দেওয়া হবে হাসপাতাল। এদিন দৌলতপুরে স্থানীয় হাইস্কুল মাঠে নির্বাচনী সভায় মুকুল রায় রীতিমতো প্রতিশ্রুতি দিয়ে বললেন দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদে যদি বিজেপিকে জিতিয়ে দেওয়া হয়। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে তাহলে নব গঠিত বিজেপি শাসিত জেলা পরিষদের তরফ থেকে আঠারো বছর বয়সী সমস্ত যুবক-যুবতীদের একটি করে স্মার্টফোন দেওয়া হবে। একই সাথে তিনি এই দাবিও করেন যে দক্ষিণ দিনাজপুরে বিশেষ করে জেলাপরিষদে বিজেপি ক্ষমতায় আসায় ব্যাপারে তিনি আশাবাদী। অভিযোগ উঠেছে তপন বালুরঘাট ও হিলি-সহ সমস্ত এলাকাতেই তিনি রোড শোয়ের মাধ্যমে একই প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করবার চেষ্টা করেছেন। এদিন বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে বসে মুকুল রায় বললেন, ”তাঁদের প্রার্থীদের জয়ী করে জেলাপরিষদ পাইয়ে দেওয়া হলে তবেই আঠারো বছর বয়সীদের স্মার্টফোন দেওয়া হবে।” আপনার মতামত জানান -