এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রকাশ পেল গেরুয়া শিবিরের পুরভোটের নির্বাচনী ইস্তেহার, জেনে নিন

প্রকাশ পেল গেরুয়া শিবিরের পুরভোটের নির্বাচনী ইস্তেহার, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কলকাতা পুরভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যাপক উন্মাদনা। আসরে নেমে পড়েছে ইতিমধ্যেই প্রত্যেকটি দল। প্রচার শুরু করে দিয়েছে নিজেদের মতন করে। তবে এবারের লড়াইতেও নজর থাকছে তৃণমূল এবং বিজেপির ওপর। এবার বিজেপি কলকাতা পুরভোটের নিরিখে ইস্তেহার প্রকাশ করল। কিন্তু বহু জায়গায় দেখা যাচ্ছে, তৃণমূলের একাধিক কর্মসূচির পুনরাবৃত্তি হয়েছে এই ইস্তেহারে। আর তাই নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক জল্পনা। প্রসঙ্গত গেরুয়া শিবিরের পক্ষ থেকে কলকাতার স্বাস্থ্য থেকে নিরাপত্তা, পরিবেশ থেকে সংস্কৃতি সমস্ত ব্যাপারে একাধিক উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পাশাপাশি বাংলার অন্যতম ঐতিহ্য দুর্গাপুজোকে এবার আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার প্রতিশ্রুতি দিল গেরুয়া শিবির। প্রসঙ্গত, বিজেপির পক্ষ থেকে কলকাতা পুরভোটের নাম দেওয়া হয়েছে ‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’। ইস্তেহারে যেমন পাড়ায় পাড়ায় সরকারী চিকিৎসা কেন্দ্র তৈরি করার কতাহ বলা হয়েছে, ঠিক তেমনই ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার কথা বলা হয়েছে। তবে ইতিমধ্যেই তৃণমূল সরকারের আমলে সমস্ত বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে গিয়েছে। বিজেপির ইস্তেহারে আরও বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে এবার টিকাকরণ সম্পন্ন করা হবে। কলকাতায় ইতিমধ্যেই এই প্রকল্প চালু করে দিয়েছে বর্তমান সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতাকে দূষণমুক্ত করতে দশটি স্মোক টাওয়ার তৈরি করার কথা বলেছে বিজেপি। পাশাপাশি বর্জ্য পদার্থ নিষ্কাশনের বিশেষ ব্যবস্থা করা হবে গেরুয়া আমলে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, তৃণমূল সরকারের আমলে কলকাতার জন্য নির্দিষ্ট বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ইতিমধ্যেই রয়েছে। এছাড়াও আদিগঙ্গা পুনরুজ্জীবনের কথা বলেছে বিজেপি এবং দূর্গা পূজার প্রতিমা তৈরি থেকে বিসর্জন প্রতিটি ঘটনা তুলে ধরার জন্য জাদুঘর তৈরি করার কথা বলেছে গেরুয়া শিবির।

রাজ্যে বর্তমানে তৃণমূল সরকার দুর্গাপুজোর নিরিখে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রত্যেকটি ক্লাবকে আর্থিক সাহায্য করা থেকে প্রতিমা বিসর্জনের সময় কার্নিভালের আয়োজন পর্যন্ত করা হয়েছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এছাড়াও বলা হয়েছে তাদের ইস্তেহারে কলকাতার মেট্রো, ট্রেন, ট্রাক, বাস যাত্রীদের জন্য ইউনিফাইড কার্ড আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে গেরুয়া শিবিরের ইস্তেহার সাধারণ মানুষের কতটা মন জয় করতে পারে, সেটাই এখন দেখার। আপাতত পুরভোটকে ঘিরে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!