এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বাংলা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে’ থেকে ‘রাষ্ট্রপতি শাসন’ নিয়ে মুখ খুললেন মুকুল রায়

বাংলা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে’ থেকে ‘রাষ্ট্রপতি শাসন’ নিয়ে মুখ খুললেন মুকুল রায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে রয়েছে, শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে ফের রাজ্যের পরিবর্তনের স্বপক্ষে আওয়াজ তুললেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন মুকুলবাবু। তৃণমূল থেকে লোক ভাঙ্গানো থেকে শুরু করে লোকসভায় বিজেপিকে 18 টি আসন পাইয়ে দেওয়া, সমস্ত কাজ সাফল্যের সঙ্গে করেছেন তিনি।

পরবর্তীতে কিছুদিন আগেই দলের কেন্দ্রীয় সহ-সভাপতি দায়িত্ব পেয়েছেন মুকুল রায়। আর তারপরেই আবার নতুন করে ময়দানে নামতে শুরু করেছেন বঙ্গ বিজেপির চাণক্য। এবার শিলিগুড়িতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে আক্রমণ করতে দেখা গেল মুকুল রায়কে। যার ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, এবার আবার ব্যাট ঘোরানোর খেলা শুরু করে দিলেন মুকুল রায়। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের অস্বস্তি বাড়িয়ে এবার নিজের মত করে রণনীতি সাজাতে শুরু করে দিয়েছেন তিনি বলে মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন রাষ্ট্রপতি শাসন থেকে শুরু করে বাংলায় পরিবর্তন, বিভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যায় বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতিকে। বস্তুত, সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “পশ্চিমবঙ্গের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে রাষ্ট্রপতি শাসন জারির দাবি অমূলক নয়।” আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন প্রয়োজনীয়তা হয়ে পড়েছে এই কথা বোঝার জন্য অমিত শাহকে ধন্যবাদ জানান মুকুল রায়.।

তিনি বলেন, “বাংলায় বিজেপি এই নিয়ে আওয়াজ তুলছে। এখন দেখা যাক কি হয়।” এদিকে বাংলার সর্বত্র বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে বলেও সরব হন মুকুল রায়। তিনি বলেন, “2019 এর লোকসভা নির্বাচনের সারা বাংলার সঙ্গে উত্তরবঙ্গের মানুষ দুই হাত ভরে বিজেপিকে সমর্থন করেছিল। সারা বাংলায় বিজেপি কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। কোচবিহার থেকে কাকদ্বীপ সব জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন।” আর এরপরই রাজ্যে পরিবর্তন আসন্ন বলে দাবি করেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সাম্প্রতিককালের এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় রাজ্যপালের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া নিয়েও মন্তব্য করেন মুকুল রায়। তিনি বলেন, “সংবিধানের রক্ষাকর্তা হিসেবে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল চিঠি লিখেছেন। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য বলেছেন রাজ্যপাল। এখন অপেক্ষার পালা।” এদিকে শিলিগুড়ি পৌরসভার প্রশাসক হিসেবে অশোক ভট্টাচার্যকে বসানো নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন মুকুল রায়।

তিনি বলেন, “এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল। নিজের দলের লোককে বসালে খারাপ লাগবে। তাই সিপিএমের অশোক ভট্টাচার্যকে বসিয়ে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় তার পারপাসটাকে সার্ভ করবেন। কারন তারা সবাই মিলে চাইছে বিজেপিকে আক্রমণ করতে। এটা তার একটা কৌশল।” সব মিলিয়ে রাজ্যে পরিবর্তন আসন্ন বলে শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন মুকুল রায়। এখন মুকুল রায়ের এই মন্তব্য বঙ্গ রাজনীতিতে কি প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!