এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রীয় এজেন্সির কড়া নজরে অভিষেক! সহযোগিতা না করলেই পদক্ষেপ, সোচ্চার বিজেপি!

কেন্দ্রীয় এজেন্সির কড়া নজরে অভিষেক! সহযোগিতা না করলেই পদক্ষেপ, সোচ্চার বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার কেন্দ্রীয় এজেন্সি নোটিশ পাঠালেও, যে কোনোভাবেই হোক, হাজিরাকে এড়িয়ে যাচ্ছেন বাংলার যুবরাজ। যিনি দাবি করেন, তার বিরুদ্ধে এক পয়সা দুর্নীতি হলে তিনি ফাঁসির মঞ্চে চলে যাবেন। তিনি তদন্তে সহযোগিতা করতে এত কেন অধৈর্য হচ্ছেন, তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও বা যুবরাজ বলেছেন, তিনি রক্ষাকবচ নিতেই পারেন। এটা তার আইনের অধিকার। আর এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে, তার বীরত্বের জারিজুড়ি। কিন্তু এত কিছুর পরেও লজ্জা নেই বাংলার যুবরাজের। আবার তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন, তিনি মাথা নত করবেন না। যা শুনে তাকে কটাক্ষ করতে ছাড়ছে না পদ্ম শিবির।

 

প্রসঙ্গত, ইতিমধ্যেই সিবিআই, ইডির তৎপরতা তুঙ্গে উঠেছে। যা দেখে কিছুটা ভয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ফিরহাদ হাকিম, মদন মিত্র, রাজ্যের খাদ্যমন্ত্রী সহ একাধিক নেতা মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের কাছে প্রমাণ দিতে চাইছে যে, তারা এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে কতটা আন্তরিক। আর এতেই তৃণমূল নেতাদের গায়ের ঘাম ঝরতে শুরু করেছে। ভাইপো নিজেও ভাবতে শুরু করেছেন যে, এবার হয়তো তাকেও কোনদিন আবার নোটিশ পাঠাবে কেন্দ্রীয় সংস্থা 10 তারিখের মধ্যে তাকে আদালতে তথ্য জমা দিতে হবে। আর কোনোভাবেই তিনি যখন ছাড় পাচ্ছেন না, তখন বড় বড় গলায় আবার এক দাবি করে বসলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, “আমাকে তো সকাল, বিকেল দুইবেলা চিঠি পাঠাচ্ছে। চিঠি লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাচ্ছে। পাতা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার মাথা নত করাতে পারছে না। আর আমি কখনও মাথা নত করব না।”

আর যুবরাজ প্রত্যেক সময় যিনি তদন্তে সহযোগিতা করার কথা বলেন, তার এত ইগো কেন! তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে, অভিষেকবাবু বুঝতে পেরেছেন, এবার তদন্তে সহযোগিতা না করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় এজেন্সি। তাই প্রকাশ্যে তিনি এমন একটা ভাব করছেন, যেন তার জেদ সবার আগে। দেশের আইন কানুন সবকিছুকে তিনি হাতের মুঠোতে রেখেছেন। তিনিই সবকিছু কন্ট্রোল করবেন, যেমন রাজ্যে যে তিনি পিসির দয়ায় পুলিশকে কন্ট্রোল করেন, তেমন ভাবেই এজেন্সি তার কথামতো চলবে, এমনটাই ভেবে নিয়েছেন ভাইপো। কিন্তু এবার বড় কিছু একটা হতে চলেছে। তাই এই সমস্ত ইগো না দেখিয়ে যদি বাঁচতে চান, তাহলে তদন্তের মুখোমুখি হন। আর কেন্দ্রীয় এজেন্সিকে সহযোগিতা করুন বলেই দাবি বিরোধীদের।

পর্যবেক্ষকদের মতে, এটা অত্যন্ত সত্যি কথা যে, কেন্দ্রীয় এজেন্সির অত্যন্ত কড়া নজরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কারণে তাকে বারবার নোটিশ পাঠানো হচ্ছে। লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করছেন না বলেও আদালতে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাল্টা আদালতও কড়া নির্দেশ দিয়েছে। ফলে সব দিক থেকেই কার্যত আস্টেপিস্টে বাঁধা পড়ে রয়েছেন বাংলার যুবরাজ। তাই যদি আবার কেন্দ্রীয় এজেন্সি নোটিশ পাঠায়, তাহলে সেই নোটিশে সাড়া দিয়ে তদন্তের সহযোগিতা করা উচিত অভিষেকবাবুর। যদি তা তিনি না করেন, তাহলে তাকে বড় পদক্ষেপের মুখে পড়তে হতে পারে। আদালতের নির্দেশকে হাতিয়ার করে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সংস্থা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!