এখন পড়ছেন
হোম > রাজ্য > দিলীপের এমন হুশিয়ারিতে রক্তচাপ বাড়লো পুলিশ সমেত শাসকদলের

দিলীপের এমন হুশিয়ারিতে রক্তচাপ বাড়লো পুলিশ সমেত শাসকদলের

“কেওড়াতলা মহাশ্মশানের শ্যামাপ্রসাদের মূর্তি বৃহস্পতিবার বিকেলের মধ্যে পুরানো অবস্থায় ফিরিয়ে দিতে হবে। না দিলে শুক্রবার সারা রাজ্যের সবকটি শ্যামাপ্রসাদের মূর্তিকে দুধ দিয়ে স্নান করানোর কর্মসূচি নেবে বিজেপি” জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবুর এই ঘোষণা ইতিমধ্যেই রাজ্য সরকারের এবং পুলিশের ঘুম রক্তচাপ বাড়িয়েছে বলে মনে করছে বিজেপি। রাজ্যজুড়ে কড়া পুলিশের ব্যবস্থা করা হয়েছে।প্রসঙ্গত গতকালই কালি লাগানো মূর্তিতে দুধ ঢেলে তা পবিত্র করার কথা ঘোষণা করেছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ তাই যে কর্মসূচি নেওয়া হচ্ছে তাতে নাকি সায় দেয়নি কলকাতা পৌরনিগম। এদিন কাউন্সিলর মালা রায় জানান যে, “শ্যামাপ্রসাদের এই মূর্তি পৌরনিগমের। তা নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না।”সাথে মূর্তি ঘিরে থাকা রেলিংয়ের গেটে চাবি লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা।শ্যামাপ্রসাদের মূর্তিতে দুধ ঢেলে তা শুদ্ধিকরণ করার কথা ছিল দিলীপ ঘোষের। কিন্তু তাঁর মিছিল আটকে দেওয়ার অভিযোগ উঠেছে।পাশাপাশি যখন লোকজন যার হচ্ছিলো তখন পুলিশ ৩০ জন কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ বলে অভিযোগ । তাই বিজেপির তরফে অভিযোগ যে শাসকদল ইচ্ছা করে বিজেপি আটকাচ্ছে।বিজেপির এক নেতার কথায় এই গন্ডোগল করবে তা আগে থেকেই ঠিক করে রেখেছিলো তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!