এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরপ্রদেশে কেন ঘটলো এই হাথরাস কান্ড, কেন উত্তাল গোটা দেশ, নৈপথ্যে কি ? বড়সড় দাবি পুলিশের

উত্তরপ্রদেশে কেন ঘটলো এই হাথরাস কান্ড, কেন উত্তাল গোটা দেশ, নৈপথ্যে কি ? বড়সড় দাবি পুলিশের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরপ্রদেশের হাথরাসের নৃশংস ধর্ষণের ঘটনায় প্রতিবাদে মুখরিত সারা দেশ। উত্তরপ্রদেশের যোগী সরকার সহ গৈরিক শিবিরকে অভিযুক্তের কাঠগড়ায় তুলেছে সমগ্র বিরোধী শিবির। সরকার ও পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ জ্ঞাপনের পর এ বিষয়ে নড়ে চড়ে বসলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দলিত তরুণীর উপরে এই নির্যতনের ফলে সম্প্রতি উত্তরপ্রদেশে জাতপাত ভিত্তিক সংঘর্ষের একটা আশঙ্কা দেখতে পাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।

গতকাল রবিবার বিজেপি দলের এক বিশেষ বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন যে, উত্তরপ্রদেশে যারা জাতিতে জাতিতে দাঙ্গা বাধাবার চেষ্টা করছে, যারা দাঙ্গার উস্কানি দিচ্ছে তাদের মুখোশ খুলে দেয়া হবে। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছিলেন যে, যারা দেশের উন্নতি চায় না, তারাই দেশে ও রাজ্যে জাতি ও সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, দাঙ্গার উস্কানি দেয়। উন্নয়ন তারা চায় না। করোনা সংক্রমনের সময় এরাই দাঙ্গা লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ পূরণ করতে চায়। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ” প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে, বিশেষত মহামারী চলাকালীন, যা তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হজম করতে অসুবিধা হচ্ছে।”

প্রসঙ্গত গতকাল রবিবার যোগী আদিত্যনাথের এই বক্তব্য ও নির্দেশের পরেই নড়েচড়ে বসেছে রাজ্যের পুলিশ। এরপর যোগী সরকারকে বদনামের ষড়যন্ত্রের অভিযোগে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হলো। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উত্তরপ্রদেশের দাঙ্গা লাগানো, যোগী সরকারকে বদনামের ভাগি করে তুলতে এই ধর্ষণকাণ্ডের পেছনে রয়েছে আন্তর্জাতিক একটি চক্রের যোগ। গতকাল হাথরাসের চাঁদপা থানায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রাষ্ট্রদোহিতা সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জারি করা হয়েছে মামলা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাথরাসের চাঁদপা থানার অফিসার ইনচার্জ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর কাছে এই বিষয়টি জানালেন। তবে এ বিষয়ে বেশি কিছু তথ্য তিনি দেননি। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশে পুলিশের এডিজি প্রশান্ত কুমারকে ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ১০৯, ১২০ বি, ১২৪ এ, ১৫৩ এ, ১৫৩বি ও ৪২০ ধারাতে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ধারা গুলির মধ্যে অন্তর্ভুক্ত হলো কোন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রমাণ দেওয়ার জন্য জালিয়াতির আশ্রয় নেওয়া, সুনামের মিথ্যা প্রমানের ভিত্তিতে কারো ক্ষতি করার চেষ্টা ইত্যাদি। এই অভিযোগগুলি সত্য বলে প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডর শাস্তি হতে পারে। এরসঙ্গেই একাধিক তথ্যপ্রযুক্তি আইনেও এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, ‘ justiceforhathrasvictim.carrd.co’ নামের একটি ওয়েবসাইট এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের পিছনে যুক্ত। এই ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে, কিভাবে নিরাপদে পুলিশকে এড়িয়ে প্রতিবাদ জানানো যায়। দাঙ্গার সময় কি করা উচিত, কি অনুচিত, পুলিশ যদি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে তবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত, এসবের উল্লেখ আছে। এছাড়াও এই ওয়েবসাইটে মানুষকে উদ্বুদ্ধ করতে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ আন্দোলনকে দেখানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!